Tuesday, November 18, 2025
বাড়িজাতীয়শিশুপাচার চক্রের খোঁজে দিল্লি পুলিশের বড় সাফল্য! জালে ১০ পাচারকারী, উদ্ধার ৬...

শিশুপাচার চক্রের খোঁজে দিল্লি পুলিশের বড় সাফল্য! জালে ১০ পাচারকারী, উদ্ধার ৬ শিশু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ সেপ্টেম্বর ।। বেশ কিছুদিন ধরেই দিল্লি ও সংলগ্ন রাজ্যগুলি জুড়ে রমরমিয়ে চলছিল শিশুপাচার। একের পর এক শিশু নিখোঁজের অভিযোগও জমা পড়ছিল পুলিশের কাছে। অবশেষে শিশু পাচার চক্রের সন্ধানে মিলল বড় সাফল্য। অভিযান চালিয়ে একটি আন্তঃরাজ্য শিশু পাচারচক্রের হদিশ পেলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। শিশুপাচারে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ টি শিশুকেও উদ্ধার করেছেন তদন্তকারীরা। সবকটি শিশুর বয়স ১ বছরের কম, এবং সকলেই সুস্থ আছে বলেই জানা যাচ্ছে।

পুলিশ আধিকারিকরা সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, এই শিশুপাচার চক্রটি রাজধানী দিল্লি ও পাশের সবকটি রাজ্য জুড়ে জাল বিস্তার করেছিল। মূলত এদের লক্ষ্য ছিল গরিব ও অসহায় মানুষ। পরিবারের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে নামমাত্র মূল্য দিয়ে নবজাতক শিশু কিনে নিত পাচার চক্রের সদস্যরা। সুযোগ বুঝে নবজাতকদের চুরিও করত তাঁরা। এমনকি বেশকিছু হাসপাতালের কর্মীদের সঙ্গেও এই চক্রের যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সম্প্রতি একটি ৬মাসের শিশু নিখোঁজ হয়ে যায়। ৪৮ ঘন্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপরই শিশু পাচার চক্রের খোঁজে বৃহত্তর তদন্ত ও অভিযান শুরু হয়।

তদন্তে জানা যাচ্ছে, এই চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল। দিল্লি ও আর বেশ কিছু রাজ্যে তাঁদের লোকজন ছড়িয়ে রয়েছে। কী ভাবে এই শিশু চুরির ঘটনা ঘটত তা বিস্তারিত জন্য় আরও গভীর তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কাদের যোগ রয়েছে, কতদূর ছড়িয়ে রয়েছে পাচারকারীদের জাল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য