নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। তাও আবার বিধানসভা ভোটের কয়েকমাস আগেই। সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বিজেপি নেতা সম্বিত পাত্রর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন মণিপুরের দুই বিধায়ক রাজকুমার ইমো সিং এবং ইয়ামথং হাওকিপ।
মণিপুরের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পর্ক রাজকুমার ইমো সিংয়ের এবং ইয়ামথং কংগ্রেসের বিধায়ক ছিলেন। কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়েছিলেন রাজকুমার, কিন্তু দল-বিরোধী কার্যকলাপের জন্য তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়। রাজকুমার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য অনেক কাজ করেছেন। এদিন রাজকুমার ও ইয়ামথংকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন সর্বানন্দ সোনোয়াল এবং সম্বিত পাত্র।