Sunday, March 23, 2025
বাড়িজাতীয়প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে ভারত ও মালদ্বীপের মধ্যে সমন্বয় শান্তি ও স্থিতিশীলতার...

প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে ভারত ও মালদ্বীপের মধ্যে সমন্বয় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ভারত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক অপরাধ, সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের ঝুঁকি উদ্বেগজনক। তাই প্রতিরক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে ভারত ও মালদ্বীপের মধ্যে সমন্বয় সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। মঙ্গলবার মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে যৌথ বিবৃতিতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহের বৈঠকের পর, ভারত ও মালদ্বীপের মধ্যে বেশ কিছু সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমরা মালদ্বীপকে ১০০ মিলিয়ন ডলারের অতিরিক্ত ক্রেডিট প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি যাতে সমস্ত প্রকল্প সময় মতো সম্পন্ন করা যায়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, আমরা অতিরিক্ত ২০০০টি সামাজিক আবাসন ইউনিটের জন্য আর্থিক সহায়তা প্রদান করব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য