নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): রাজধানী দিল্লিতে আরও এক নাইজেরিয়ার নাগরিক মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন। এই নিয়ে দিল্লিতে মোট মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। দেশজুড়ে মাঙ্কিপক্সের ভয় ক্রমশ বেড়েই চলেছে। কেরল, দিল্লি, রাজস্থানেও ঢুকে পড়েছে মাঙ্কিপক্সের ভয়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা।
এবার দিল্লিতে নাইজেরিয়ার আরও এক নাগরিকের শরীরে সন্ধান মিলল মাঙ্কিপক্সের। মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে বসবাসরত নাইজেরিয়ার এক নাগরিকের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপসর্গ দেখা দেওয়ায় তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এই নিয়ে দিল্লিতে মোট ৩ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন।