Thursday, April 18, 2024
বাড়িজাতীয়ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লিতে ইডি-র তল্লাশি, অন্যান্য ঠিকানাতেও অভিযান

ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লিতে ইডি-র তল্লাশি, অন্যান্য ঠিকানাতেও অভিযান

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): ন্যাশনাল হেরাল্ড আর্থিক দুর্নীতি মামলায় কিছু দিন আগেই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলেকে জেরা করেছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এবার ন্যাশনাল হেরাল্ড মামলায় নয়া মোড়, এই মামলার তদন্তে মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের অফিস-সহ ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযান এখনও চলছে।

ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের অফিস, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের দফতর-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা।উল্লেখ্য, সম্প্রতি এই মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার আগে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুলকে। সূত্র মারফত জানা গিয়েছে, সনিয়াকে ১০০টিরও বেশি প্রশ্ন করা হয়েছে। রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় ১৫০টি প্রশ্ন। সোনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদের পর ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডি-র হানা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য