স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ অগস্ট : ফের ইয়েমেন আক্রমণ করল ইজরায়েল। এবার ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রবিবার ভোরে হুথি নিয়ন্ত্রিত হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্র। ইজরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে, তাদের উপর হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবেই এই আক্রমণ করা হয়েছে।
ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, রাজধানী সানার কাছে হায়জাজ বিদ্যুৎকেন্দ্রে এই হামলা চালিয়েছে নৌবাহিনী। শনিবার হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি জানিয়েছে যে ইজরায়েলি ‘আগ্রাসনে’ হায়জাজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর থেকেই আগুন লাগে, যা নিয়ন্ত্রণ করা হয়েছে। ইয়েমেনের উপ-প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে জরুরি পরিষেবার কর্মীরা বড় ক্ষতি এড়াতে সক্ষম হয়েছেন। সানার বাসিন্দারা দু’টি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গিয়েছে।
ইজরায়েলের সেনাবাহিনী দাবি, এই বিদ্যুৎকেন্দ্র হুথি যোদ্ধারাই ব্যবহার করছিল। কিন্তু তারা এই বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত করার স্বপক্ষে প্রমাণ দেয়নি এখনও। রবিবার ইজরায়েলি সংবাদমাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুথিদের বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ব্রিটেনও এর আগে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়েছে।

