Saturday, December 13, 2025
বাড়িবিশ্ব সংবাদভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ রাখার খেসারত! কোটি কোটি টাকার ক্ষতির মুখে...

ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ রাখার খেসারত! কোটি কোটি টাকার ক্ষতির মুখে পাকিস্তান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ অগস্ট : ভারতের সঙ্গে শত্রুতা যে পাকিস্তানের কত বড় ‘গলার কাঁটা’ ফের তার প্রমাণ মিলল। জানা গেল, মাস দুয়েক ভারতের বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ রাখার খেসারত ভালোই দিতে হয়েছে পড়শি দেশকে। ক্ষতির পরিমাণ ১২৭ কোটি টাকা। এই হিসেব দিয়েছে খোদ পাকিস্তানের জাতীয় সংসদ। তবে লোকসান সত্ত্বেও পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের সামগ্রিক রাজস্ব ২০১৯ সালে ৫,০৮,০০০ ডলার থেকে বেড়ে ২০২৫ সালে ৭,৬০,০০০ ডলারে দাঁড়িয়েছে বলেই দাবি।

ভারত সিন্ধু চুক্তি বাতিল করেছিল গত ২৩ এপ্রিল। পহেলগাঁও হামলার পরপরই। এরপরই ২৪ এপ্রিল থেকে ভারতীয় বিমানের জন্য তাদের আকাশপথ ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। যা অব্যাহত ছিল ৩০ জুন পর্যন্ত। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এর ফরে ১০০-১৫০ ভারতীয় বিমানের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এতে আখেরে নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গই করেছে পাকিস্তান। কেননা এর জন্য তাদের হয়েছে বিপুল অঙ্কের লোকসান। সব মিলিয়ে ৪.১ বিলিয়ন পাকিস্তানি টাকা। যা ভারতীয় মুদ্রার হিসেবে ১২৭ কোটি টাকা। এর আগে ২০১৯ সালেও একই কাজ করেছিল পাকিস্তান। তখনও তাদের ক্ষতি হয়েছিল ৫৪ মিলিয়ন ডলার।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলা চালিয়ে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক মদতপুষ্ট লস্কর-বাহিনীর জঙ্গি। এই নারকীয় হামলার পালটা দেয় ভারত। ইসলামাবাদের সঙ্গে একাধিক চুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লি। তাতে সীমান্তে উসকানি দিয়ে টানা ১২ দিন গোলাগুলি চালিয়েছিল। তারই প্রত্যাঘাতে গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পরিমিত হামলা করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে। যার পোশাকি নাম ‘অপারেশন সিঁদুর’। তাতে ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ১০০ জঙ্গিকে নিকেশ করতে সফল হয় সেনাবাহিনী।

ভারতের পালটা সামরিক জবাব সামলাতে না পেরে সংঘর্ষবিরতির জন্য কাকুতিমিনতি করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাতে রাজি হয় নয়াদিল্লি। আর এই পরিস্থিতিতে পাকিস্তানকে যে হাতের পাশাপাশি ভাতেও মেরেছে ভারত তার প্রমাণ মিলল ফের। ভারতের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে নিজেরাই ক্ষতির মুখে পড়ল তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য