Saturday, December 13, 2025
বাড়িবিশ্ব সংবাদগাজা দখলের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা।

গাজা দখলের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ অগস্ট : গাজা দখলের সিদ্ধান্তে অনুমোদন দিয়ে দিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ইহুদি সেনা। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নতুন করে শুরু হয়েছে বিবাদ। এই ইস্যুতে ইজরেয়েলের বিরুদ্ধে একজোট হল ২০ মুসলিম দেশ। এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও উসকানিমূলক’ বলে মন্তব্য করল মুসলিম দেশগুলি। তালিকায় রয়েছে মিশর, সৌদি আরব, তুরস্ক, কাতার, জর্ডনের মতো দেশগুলি। বিরোধিতার সরব হয়েছে রাষ্ট্রসংঘও।

ইজরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে অন্তত ২০টি দেশ। নেতানিয়াহুর সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে মুসলিম দেশগুলি। দেশগুলির তরফে যৌথ বিভ্রিতি দিয়ে জানানো হয়েছে, ‘এই পদক্ষেপ আন্তর্জাতিক বৈধতার বিরুদ্ধে একতরফা পদক্ষেপ। যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন তো বটেই অবৈধ দখলদারিকে বৈধ করার অন্যায় প্রচেষ্টা। তুরস্কের বিদেশমন্ত্রী হাকন ফিদান মিশরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর বলেন, মুসলিম দেশগুলির উচিৎ এই ঘৃণ্য পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলিকে ঐক্যবদ্ধ করা। একইসঙ্গে তিনি ইসলামি সহযোগী সংস্থা (ওআইসি)-এর জরুরি বৈঠকের আবেদন জানান।

অন্যদিকে, মিশর ও সৌদি আরব এই পরিকল্পনাকে প্যালেস্টিনীয়দের বাস্তুচ্যুত করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। সৌদি আরব এই ঘটনার নিন্দা করে জানিয়েছে, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মান্যতা দেওয়া না হলে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন এই পদক্ষেপ গাজায় মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে, পণবন্দিদের জীবনকে বিপন্ন করবে এবং প্রচুর সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য