স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ সপ্তাহে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চল সফর করেছেন। আট বছরের মধ্যে এই প্রথম সেখানে গিয়ে ঐক্যের ডাক দিয়েছেন তিনি।চীন ওই অঞ্চলে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই অভিযোগ করে আসছে।
উইঘুরদের জোর করে শ্রম দিতে বাধ্য করা নিয়ে উদ্বেগের কারণে শিনজিয়াং থেকে তুলা আমদানিও নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে চীন বরাবরই উইঘুরদের ওপর এমন কোনও নিপীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শি জিনপিং শিনজিয়াংয়ের তুলা চাষ এলাকা, বাণিজ্য এলাকা এবং জাদুঘরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। শি সফরশেষে চলে যাওয়ার পর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি শুক্রবার এ সফরের ওপর ৩৪ মিনিটের খবর প্রচার করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শি জিনপিংয়ের সফরের ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, শি জিনপিংয়ের মুখে মাস্ক নেই। তাকে ঘিরে আছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকের পরনেই দেখা গেছে উইঘুরদের ঐতিহ্যবাহী পোশাক এবং মাথায় টুপি।শি জিনপিং শিনজিয়াংয়ের কর্মকর্তাদেরকে স্থানীয় মানুষজনের কথা শুনে তাদের হৃদয় জয় করা এবং তাদেরকে একতাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তাছাড়া, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি।