Wednesday, March 19, 2025
বাড়িবিশ্ব সংবাদখাশুগজি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের মুখোমুখি বাইডেন

খাশুগজি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের মুখোমুখি বাইডেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বলেছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশুগজি হত্যাকাণ্ডের জন্য তিনি তাকে দায়ী বলে মনে করেন।শুক্রবার সৌদি আরব সফরের প্রথমদিন বাইডেন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মিত্র দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে বাইডেন জানান, সৌদি যুবরাজ (এমবিএস হিসেবে পরিচিত) খাশুগজি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন আর জানান দায়ীদের জবাবদিহিতার জন্য আটক করেছেন তিনি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেন এমবিএসের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ এবং বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে করমর্দন করেছেন।সাংবাদিকদের বাইডেন বলেন, “বৈঠকের শুরুতেই আমি খাশুগজি হত্যাকাণ্ডের কথা তুলেছি, ওই সময় এ বিষয়ে আমি কী ভাবতাম আর এখন কী ভাবি তা পরিষ্কার করেছি।

“আমি সোজাসাপটা এবং সরাসরি বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমার দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিয়েছি। আমি অত্যন্ত সোজাসাপটাভাবে বলেছি, মানবাধিকারের একটি ইস্যুতে একজন আমেরিকান প্রেসিডেন্টের নিশ্চুপ থাকাটা অসঙ্গতিপূর্ণ।”যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছেন, সৌদি আরবের রাজপরিবারের ঘনিষ্ঠজন থেকে পরে কট্টর সমালোচকে পরিণত হওয়া খাশুগজিকে হত্যার বিষয়টি যুবরাজ মোহাম্মদ সরাসরি অনুমোদন করেছেন। তারা নির্দেশেই সৌদি গোয়েন্দারা তুরস্কে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালে খাশুগজিকে নির্মমভাবে হত্যা করে।   খাশুগজির ক্ষেত্রে যা ঘটেছে তা অত্যন্ত ভয়ানক বলে মন্তব্য করেছেন বাইডেন।“মূলত তিনি বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে এর জন্য দায়ী নন,” বৈঠকে সৌদি যুবরাজ এমনটি বলেছেন বলে জানান বাইডেন; এরপর বলেন, “আমি ইঙ্গিত দিয়েছি আমি মনে করি তিনি দায়ী।”যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, তাদের মধ্যে জ্বালানি নিয়েও কথা হয়েছে এবং আসছে সপ্তাহগুলোতে সৌদি আরব জ্বালানির বিষয়ে ‘পদক্ষেপ নিচ্ছে’ এমনটি দেখার আশা করছেন তিনি।  যখন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তখন বাইডেন বলেছিলেন, এ হত্যাকাণ্ডের কারণে বিশ্ব মঞ্চে সৌদি আরবকে ‘অস্পৃশ্য’করে রাখা উচিত। শুক্রবার বাইডেন জানিয়েছেন, আগের ওই মন্তব্যের জন্য তিনি দুঃখিত নন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য