Monday, August 18, 2025
বাড়িবিশ্ব সংবাদপাকিস্তানে ৭ বছরের শিশুর বিরুদ্ধেও দায়ের সন্ত্রাস মামলা

পাকিস্তানে ৭ বছরের শিশুর বিরুদ্ধেও দায়ের সন্ত্রাস মামলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৪ অগস্ট : সাধারন নাগরিকেদের বিরুদ্ধে একের পর এক সন্ত্রাসের মামলা ও সেনার বন্দুকের নলে বালোচিস্তানকে শাসন করছে পাকিস্তান। এই অঞ্চলের মানুষের বিরুদ্ধে নির্মম পাক সরকারের অত্যাচারের আরও এক জ্বলন্ত প্রমাণ সামনে এল। শাহবাজ সরকারের রোষানল থেকে রেহাই পেল না মাত্র ৭ বছরের শিশুও। বেনজিরভাবে সাতের শিশুর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করল পাক সরকার। ঘটনা প্রকাশ্যে আসার পর বেলোচিস্তান তো বটেই নিন্দায় সরব হয়েছে পাকিস্তানের জনগণ। অভিযোগ উঠছে, বালোচ হওয়ার অপরাধেই এই শাস্তি।

পাকিস্তানের এক মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা বালোচিস্তানের তুর্বত অঞ্চলের। জানা যাচ্ছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে কারণ শিশুটি গুলজার দোস্ত নামে এক মানবাধিকার কর্মীর ভিডিও সোশাল মিডিয়ায় আপলোড করেন। এই ঘটনায় যারপরনাই ক্ষব্ধ হয় সেখানকার প্রশাসন। শিশুটিকে জঙ্গি হিসেবে দাগিয়ে দিয়ে দায়ের হয় সন্ত্রাসবিরোধী কড়া আইন। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে পাক মানবাধিকার সংস্থার তরফে। ঘটনাকে শিশু অধিকার বিরোধী পদক্ষেপ বলে সরব হয়েছে সংগঠনটি।

সংগঠনের তরফে জানানো হয়েছে, “বালোচিস্তানের তুর্বতে ৭ বছরের শিশুর বিরুদ্ধে সন্ত্রাস মামলায় এফআইআর দায়ের করা অত্যন্ত নিন্দনীয় ও মানবাধিকার লঙ্ঘন। এই ঘটনা শুধু আইনের অপব্যবহার নয়, বরং শিশু সুরক্ষা, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নিয়মের গুরুতর লঙ্ঘন। একটি ভিডিও শেয়ার করার জন্য কাউকে জঙ্গি হিসেবে দেখা ক্ষমতার অপব্যবহারের ঘৃণ্য নজির।” ওই শিশুর বিরুদ্ধে দায়ের এফআইআর প্রত্যাহার ও তার পরিবারের বিরুদ্ধে সরকার যাতে কোনও রকম নির্যাতন না করে সেই দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান থেকে আলাদা হতে চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বালোচিস্তানের জনগণ। পাক সেনার অকথ্য নির্যাতনের প্রতিবাদে সেখানে তৈরি হয়েছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি। এই বাহিনীকে দমন করতে গোটা বালোচিস্তানে অত্যাচারের সীমা পার করেছে পাকসেনা। পালটা আসছে প্রত্যাঘাত। বালোচিস্তানের এই লড়াই প্রতিরোধ করতে বেলাগাম নির্যাতন শুরু করেছে পাকিস্তান। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাতের শিশুও।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!