স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০২ অগস্ট : রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত! এমনটাই দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টের কথায়, ভারত যদি এই পদক্ষেপ করে তাহলে সেটা খুব ভালো। যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি।
বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলেও জানান ট্রাম্প। বৃহস্পতিবার ফের ভারত এবং রাশিয়াকে তোপ দেগেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।’
শুক্রবার থেকে কার্যকর হয় ট্রাম্পের নয়া শুল্কনীতি। তারপরেই নানা সূত্র মারফত খবর ছড়ায়, এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তার কারণ, রুশ তেলের দামে এতদিন পর্যন্ত যতটা পরিমাণ ছাড় মিলছিল সেটা বর্তমানে কমে গিয়েছে। তাছাড়া আমেরিকা সরাসরি অসন্তোষ প্রকাশ করেছে ভারতের রুশ তেল কেনা নিয়ে। তবে শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে জানানো হয়, জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তিসম্পদ আমদানি করা হয়। রুশ আমদানি বন্ধ নিয়ে কেন্দ্র কিছু জানে না বলেই দাবি করা হয় মন্ত্রকের তরফে।
তবে সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতেই নিজের মতামত প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না। আপাতত এটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যে। তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ। দেখা যাক এবার কি হয়।” বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি ট্রাম্পের চোখরাঙানি মেনে নিয়ে সত্যিই কমদামে রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত?