Thursday, May 22, 2025
বাড়িবিশ্ব সংবাদআওয়ামি লিগকে নিষিদ্ধ করায় ইউনুস সরকারকে তুলোধোনা দিল্লির

আওয়ামি লিগকে নিষিদ্ধ করায় ইউনুস সরকারকে তুলোধোনা দিল্লির

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মে : সন্ত্রাসবিরোধী আইনের দোহাই দিয়ে আওয়ামি লিগকে নিষিদ্ধ করেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়। এর বৈধতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তা সত্ত্বেও আওয়ামির মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে তারা। এবার এনিয়ে ইউনুস সরকারকে তুলোধোনা করল দিল্লি। বিদেশমন্ত্রক মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাফ জানিয়ে দিলেন, বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। আওয়ামি লিগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি। রাজনৈতিক কার্যক্রম কমছে যা খুবই উদ্বেগের বিষয়। পাশাপাশি পদ্মাপাড়ে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে বেশ কয়েকদিন ধরেই চাপ বাড়ছিল ইউনুস সরকারের উপর। বিশেষত জাতীয় পার্টি ইউনুসের কার্যালয় যমুনার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল। তাদের তরফে দাবি ছিল, ২৪ ঘণ্টার মধ্যে সরকার আওয়ামি লিগ নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানালে কার্যালয় ঘেরাও করা হবে। এছাড়া শাহবাগেও আন্দোলন দানা বাঁধছিল। ইউনুস সরকার তাদের আশ্বস্ত করে জানায়, এবিষয় ভাবনাচিন্তা করা হচ্ছে, কেউ যেন হঠকারী কোনও সিদ্ধান্ত না নেয়। আওয়ামি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে ১০ মে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দীর্ঘক্ষণ বৈঠক শেষে ওইদিন রাতের দিকে জানানো হয় হাসিনার দলকে নিষিদ্ধের কথা। গতকাল সরকারিভাবে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অপারেশন সিঁদুরের আবহে আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রক মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁকে আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আওয়ামি লিগকে যথাযথ প্রক্রিয়া মেনে নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আমরা দ্রুত, সুষ্ঠু নির্বাচন চাই।”

এদিকে, নিষিদ্ধ ঘোষণা হতেই আওয়ামি লিগের নেতানেত্রীদের উপর নেমে এসেছে আইনি খাঁড়া! গ্রেপ্তার করা হয়েছে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ তথা দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে। সোমবার রাত ১২টা নাগাদ ঢাকা মহানগর পুলিশ জানায়, ধানমন্ডির বাড়ি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় পুলিশের কার্যলয়ে। জনপ্রিয় লোকসঙ্গীত – ‘আমার হাত বান্ধিবি পা বান্ধিবি/মন বান্ধিবি কেমনে?’ মমতাজ বেগমের গলায় অতি বিখ্যাত হয়ে উঠেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!