স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ মে : দু’দিনের ব্যবধানে আবার কেঁপে উঠল পাকিস্তান। সোমবার দুপুর দেড়টা নাগাদ (ভারতীয় সময়) ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের বিস্তীর্ণ অংশে। যদিও ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।
সোমবার দুপুরে জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র (এনসিএস) বিবৃতিতে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৭.২৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। ভূপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল।
এই নিয়ে গত তিন দিনের মধ্যে তিন বার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। শেষ ভূমিকম্প হয়েছিল গত ১০ মে। সে বার কম্পনের মাত্রা ছিল বিখটার স্কেলে ৫.৯। শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও কম্পন অনুভূত হয়েছিল। এ ছাড়াও গত শুক্রবার বিকেল ৪টে নাগাদ খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।
বস্তুত, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং অধিকৃত গিলগিট-বালটিস্তানে ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। অন্য দিকে, পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। বছরের বিভিন্ন সময়ে টেকটনিক প্লেটের নড়াচড়া হয়েই চলেছে। ভারতীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সরতে থাকে প্লেট দু’টি। ফলে চ্যুতিরেখা বরাবর বিপুল পরিমাণ শক্তি সঞ্চয় হয়। আর এর ফলে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে যখন-তখন ভূকম্প অনুভূত হয়।