স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ মে : ষোলো ঘণ্টা আগে তিনিই প্রথম বিশ্বকে জানিয়েছিলেন ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কথা। এবার সেই ডোনাল্ড ট্রাম্পই প্রস্তাব দিলেন দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রক্রিয়ায় যুক্ত হওয়ার। প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াদিল্লি ট্রাম্পের প্রস্তাবে কী প্রতিক্রিয়া জানায় সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।
নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথ’-এ ট্রাম্প লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য গর্বিত, তাঁরা শক্তি, জ্ঞান ও দৃঢ়তার সঙ্গে বুঝেছেন যে এটাই বর্তমান সংঘর্ষ থেকে সরে আসার সময়। যা চলতে থাকলে আরও বেশি মৃত্যু ও ধ্বংসের আশঙ্কা রয়েছে। লক্ষ লক্ষ ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত।’
পাশাপাশি তিনি লেখেন, ‘আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা এখনও হয়নি, তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্য ভাবে বাড়াতে চলেছি। উপরন্তু, আমি আপনাদের দু’জনের সঙ্গেই কথা বলে দেখতে চাই যে, ‘হাজার বছর পরে’ কাশ্মীরের বিষয়ে কোনও সমাধানে পৌঁছনো যায় কিনা। ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে আশীর্বাদ করুন কাজটি ভালোভাবে করার জন্য।’
উল্লেখ্য, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিকেল ৫টা ৪২ নাগাদ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।’ এবার কাশ্মীর সমস্যার সমাধানে এগিয়ে আসার প্রস্তাবও দিলেন তিনি।