স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ মে : শ্রীলঙ্কায় ভয়াবহ দুর্ঘটনা। চাকা পিছলে খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন তীর্থযাত্রীর। আহতের সংখ্যা প্রায় ৩০। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, রবিবার সকালে বাসটি কাটারানাগামা থেকে কুরুনেগালার উদ্দেশে রওনা দিয়েছিল। কিছুদূর যাওয়ার পরই পার্বত্য রাস্তায় বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। হাত লাগান উদ্ধার কাজে। খবর দেওয়া হয় পুলিশেও। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও বাসটির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
স্থানীয় পুলিশ সূত্রে খবর, চালক, সহকারী ও যাত্রী মিলিয়ে মোট ৭০ জন ছিলেন ওই বাসে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৫ জনের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় বছরে গড়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা প্রায় প্রায় তিন হাজার। ২০০৫ সালের পর রবিবারের ঘটনাটি শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা।