স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ মে : ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। সুনামির সতর্কতা জারি করা কয়েক মিনিটের মধ্যেই কেঁপে ওঠে দেশটির দক্ষিণ অংশ। আশঙ্কা রয়েছে সুনামি আছড়ে পড়ারও। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও পরিসংখ্যান না জানানো হলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় ৯.৫৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল দক্ষিণ আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজ অঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের কয়েক মিনিট আগেই জারি করা হয়েছিল সুনামির সতর্কতা। সেই সময় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কয়েকটিম ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, সুনামির সাইরেন বাজছে। বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন। তার কিছুক্ষণের মধ্যেই কম্পন অনুভূত হয়।