Friday, June 13, 2025
বাড়িবিশ্ব সংবাদ পহেলগাঁও হামলা নিয়ে সুর চড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

 পহেলগাঁও হামলা নিয়ে সুর চড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ মে : তাঁর ভারত সফর চলাকালীনই পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই জেডি ভ্যান্স এবার বার্তা দিলেন পাকিস্তানের দায়বদ্ধতা নিয়ে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথায়, পহেলগাঁও হামলার পালটা দেওয়া উচিত ভারতের। কিন্তু তার জেরে যেন বৃহত্তর যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয়।

দেশে ফিরে বিখ্যাত সংবাদমাধ্যম ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ভ্যান্স। সেখানেই পহেলগাঁও হামলা নিয়ে মুখ খোলেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের কথায়, “জঙ্গি হামলার প্রত্যাঘাত করবে ভারত। কিন্তু আমাদের আশা, সেই প্রত্যাঘাতের জেরে যেন বৃহত্তর এলাকায় সংঘাত তৈরি না হয়। আমরা মনে করি, পাকিস্তানেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। অনেক সময় পাকিস্তানের মাটি থেকেই নাশকতা চলে। তাই পাকিস্তানের উচিত সন্ত্রাসদমনে ভারতের পাশে থাকা এবং সহযোগিতা করা।”

উল্লেখ্য, তিন বছর পেরিয়ে গেলেও জারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই থামানোর নাম নেই ইজরায়েলের। এখনও পর্যন্ত কোনও সংঘাতেরই রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতে উদ্বেগ বাড়ছে ভারত আর পাকিস্তানকে নিয়ে। যেকোনও মুহূর্তে পহেলগাঁও হামলার জবাব দিতে পড়শি দেশে আঘাত হানতে পারে ভারতীয় সেনা! জোরাল হচ্ছে এমনই জল্পনা। এহেন যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। এবার বৃহত্তর সংঘাত এড়ানোর বার্তা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টও।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ড গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। হিন্দু পরিচয় জেনে ২৬ জনকে গুলিতে ঝাঁজরা করে দিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় পাকিস্তানের মদতপুষ্ট লস্করের হাত দেখছে ভারত। তাই প্রতিবাদে ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি। পালটা দিয়েছে পাক সরকারও। ওয়াকিবহাল মহলের অনুমান, পাকিস্তানে কোনওভাবে আক্রমণ করতে পারে ভারত। তবে সেটা হয়তো যুদ্ধের সমকক্ষ হবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য