Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদজার্মানির চ্যান্সেলর ভোটে বাজিমাত ডানপন্থী মের্জের, বামেদের হারে উৎফুল্ল ট্রাম্প

জার্মানির চ্যান্সেলর ভোটে বাজিমাত ডানপন্থী মের্জের, বামেদের হারে উৎফুল্ল ট্রাম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : জার্মানির চ্যান্সেলর নির্বাচনে বাজিমাত ডানপন্থী দল ‘ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের’। বাম শাসনের অবসান ঘটিয়ে নয়া চ্যান্সেলর হিসেবে গদিতে বসতে চলেছেন কনজারভেটিভ নেতা ফ্রেডরিক মের্জ। ২৮.৬ শতাংশ ভোট পেয়ে ডানপন্থী দলের এই সাফল্যে রীতিমতো খুশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জার্মানির বামপন্থী দল ও তাদের ওলাফ শোলজের উপর বিরক্ত সেখানকার জনতা।

গত রবিবার জার্মানির নির্বাচনের ফলাফল প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে আর এক কট্টরপন্থী ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) এবং বামপন্থী শাসকদল ‘সোশাল ডেমক্রেটিক পার্টি (এসপিডি)’ পেয়েছে তৃতীয় আসন। লজ্জার হার হয়েছে ওলাফ শোলজের। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘জার্মানিতে কনজারভেটিভ দলের বিরাট জয় প্রত্যাশিত ছিল। অনেকটা আমেরিকার মতোই জার্মানির জনগণ এত বছর ধরে চলতে থাকা বাম সরকারের নীতিতে বিরক্ত। এটা জার্মানির জন্য বিরাট আনন্দের দিন। ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার তরফে জার্মানিকে অভিনন্দন এই জয়ের জন্য।’

২৭টি দেশের সমষ্টিতে গঠিত ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ জার্মানি। যারা ন্যাটোর এক গুরুত্বপূর্ণ সদস্য। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আমেরিকার পর জেলেনস্কিকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে এই দেশ। তবে বিদেশনীতিতে ঠিক পথে এগোলেও দেশের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। যার জেরে নির্ধারিত সময়ের ৭ মাস আগেই নির্বাচন করাতে হয় জার্মানিতে। সেই নির্বাচনেই পরাজয় ঘটল বামপন্থী নেতা ওলাফ শোলজের। অন্যদিকে, বিরাট জয়ের পর জার্মানির নয়া নেতা মের্জ বলেন, “জার্মানির জন্য এ এক নতুন পথচলা। আমার সরকারের প্রধান লক্ষ্য হবে দেশের স্থিরতা ও আর্থনৈতিক উন্নতি।”

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি জার্মানির এবারের নির্বাচনে অন্যতম বড় ইস্যু ছিল উদ্বাস্তু সমস্যা। তথ্য বলছে, ২০১৫-১৬ সালের মধ্যেই শুধু জার্মানিতে এসেছেন ১ মিলিয়ন উদ্বাস্তু। সবচেয়ে বেশি উদ্বাস্তু সেখানে রয়েছে সিরিয়া থেকে। এরপরই রয়েছে আফগানিস্তান ও ইরাক থেকে আসা উদ্বাস্তুরা। এখানে উদ্বাস্তুরা বিরোধী দল হিসেবে পরিচিত ‘অলটারনেটিভ ফর জার্মানি’ বা এএফডি। ২০ শতাংশ আসন পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য