Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদি।

ফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদি।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ ফেব্রুয়ারি : ‘এআই অ্যাকশন’ সামিটে যোগ দিতে সোমবার রাতে ফ্রান্সে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁকে সাদর অভ্যর্থনা জানালেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে আলিঙ্গন করতে দেখে গেল মেক্রোঁ। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় প্রেসিডেন্টের তরফে। মঙ্গলবার আয়োজিত হতে চলা ‘এআই সামিট’-এ ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে অধ্যক্ষতা করবে ভারত। তাঁর আগে এক্স হ্যান্ডেলে মেক্রোঁর বার্তা দেন, ভারতের সঙ্গে হাত হাত মিলিয়ে টেক দুনিয়ায় বিপ্লব আনব আমরা।

সোমবার প্রধানমন্ত্রীর বিমান প্যারিসের মাটিতে নামার পর সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয়। বিমানবন্দরে ওঠে ‘মোদি মোদি’ স্লোগান ও ‘ভারত মাতা কি জয়’। সেখান থেকে বেরিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ম্যাক্রোঁকে। প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজেও যোগ দেন মোদি। সেই সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা, ‘প্যারিসে আমার বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত আনন্দিত।’

এদিকে মঙ্গলবার প্যারিসে আয়োজিত হতে চলা ‘এআই অ্যাকশন’ সামিট প্রসঙ্গে ম্যাক্রোঁ জানান, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারত ও ফ্রান্স অত্যন্ত শক্তিশালী দেশ। এবং আমাদের বন্ধুত্ব অত্যন্ত গভীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিলে আমরা টেক দুনিয়ায় আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠব। এআই-এর ক্ষেত্রে বৈশ্বিক স্তরে এই আত্মনির্ভরতা আমার ও প্রধানমন্ত্রী মোদির মূল এজেন্ডা।’ পাশাপাশি ম্যাক্রোঁ আরও জানান, ‘আমরা আমেরিকা ও চিনের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু কারও উপর আমরা নির্ভরশীল হতে চাই না কখনই। বর্তমান সময়ে বিশ্বের এক বিরাট শক্তি হিসেবে উঠে আসছে ভারত। প্রতিবছর এখানে ১০ লক্ষ ইঞ্জিনিয়র তৈরি হয়। যা ইউরোপ ও আমেরিকার মিলিত সংখ্যার চেয়ে বেশি।’ একইসঙ্গে জানান, ‘আত্মনির্ভরতা অর্থ এটা নয় যে সবার থেকে বিছিন্ন হয়ে যাওয়া। বরং আমরা এমন একজন পার্টনার চাই যার প্রতি নির্দ্বিধায় ভরসা করতে পারি।’

ভারত ও ফ্রান্স মিলে এআই-এর দুনিয়ায় এই পথচলা প্রসঙ্গে ম্যাক্রোঁ জানান, দুই দেশ যৌথভাবে একে অপরকে ট্রেনিং দেবে। ভারত ও ফ্রান্সে তৈরি হবে ডেটা সেন্টার। দুই দেশের ভাষাগত সমস্যা মেটাতে তৈরি হবে ল্যাঙ্গুয়েজ মডেল। যার উদ্দেশ্য চিন ও আমেরিকার প্রতি নির্ভরতা এড়িয়ে মিলিতভাবে বিশ্বের এআই-এর এক তৃতীয় ফ্রন্ট তৈরি করা। এই সম্মেলনে বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, চিনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুয়োচিং-সহ আরও অনেকে। সবমিলিয়ে প্রযুক্তিক্ষেত্রে এক বিরাট মহাযজ্ঞ বসতে চলেছে প্যারিসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য