Thursday, February 13, 2025
বাড়িবিশ্ব সংবাদবালোচ বিদ্রোহীদের হামলায় অন্তত ১৮ পাক জওয়ানের মৃত্যু।

বালোচ বিদ্রোহীদের হামলায় অন্তত ১৮ পাক জওয়ানের মৃত্যু।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০২ ফেব্রুয়ারি : বালোচ বিদ্রোহীদের হামলায় অন্তত ১৮ পাক জওয়ানের মৃত্যু। জখম ২ সাধারণ নাগরিক-সহ মোট পাঁচজন গুরুতর। পালটা সেনা অভিযানে নিকেশ অন্তত ২৩ বিদ্রোহী। সবমিলিয়ে শুক্রবার রাত থেকে উত্তপ্ত পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের বালোচিস্তান প্রদেশ।

পাক সেনা সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বালোচিস্তানের কালাট জেলার মাঙ্গোচার শহরে রাস্তায় অবরোধ তৈরির চেষ্টা করে বিদ্রোহীরা। ওই সময় ওই রাস্তা দিয়ে সেনার বাস যাচ্ছিল। বিদ্রোহীদের টার্গেট ছিল, ওই বাসে হামলা চালানো। তবে নিরাপত্তাবাহিনীর অভিযানে টার্গেট পূরণ হয়নি বিদ্রোহীদের। উলটে ২৩ ‘বিপজ্জনক জঙ্গি’র প্রাণ যায় বলে দাবি করেছে সেনার মিডিয়া উইং ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন। এদিকে সেনার উপর হামলার দায় নিয়েছে বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি। উল্লেখ্য, শুক্রবার রাতে কালাট জেলার তিনটি এলাকায় বালোচ বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছিল পাক সেনা। তার ‘বদলা’ নিতেই পালটা হামলা।

এ প্রসঙ্গে বালোচ লিবারেশন আর্মি-র মুখপাত্র আজাদ বালোচ জানিয়েছেন, জেলার বিভিন্ন প্রান্তে পাক সেনার পোস্টে হামলা করা হয়েছে। অন্তত ১০০ জন বিদ্রোহী এই ‘অপারেশনে’ যুক্ত ছিল। লক্ষ্যপূরণে অনেকটাই সফল হয়েছে তারা। ‘জেহাদি’দের নিকেশ করার লক্ষে সফল হয়েছে পাক সেনা, এমনই দাবি করেছেন পাক প্রেসিডেন্ট আসরাউ আলি জারদারি এবং পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে ‘বিদ্রোহী’ হামলার তীব্র নিন্দা করেছেন তাঁরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য