Friday, December 6, 2024
বাড়িবিশ্ব সংবাদলাওসে সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় পর্যটকের মৃত্যু বেড়ে ৬

লাওসে সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় পর্যটকের মৃত্যু বেড়ে ৬

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ নভেম্বর:   লাওসের পর্যটন শহর ভাং ভিয়েং-এ সন্দেহজনক মিথানল বিষক্রিয়ায় আরও একজন অস্ট্রেলীয় কিশোরীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ছয় বিদেশি পর্যটকের মৃত্যু হল বলে জানিয়েছে বিবিসি।বৃহস্পতিবার বিয়ানকা জোনস নামের এক অস্ট্রেলিয়ান কিশোরী মারা যাওয়ার খবরের একদিন পেরোতে না পেরোতেই শুক্রবার তার বান্ধবী হলি বোউলসের এই মৃত্যুর খবর এল। বৃহস্পতিবার আরও মারা যান সিমোন হোয়াইট নামের দক্ষিণ-পূর্ব লন্ডনের এক ব্রিটিশ আইনজীবী।

আর এর আগে মারা যাওয়াদের মধ্যে ছিলেন, একজন আমেরিকান এবং ১৯ ও ২০ বছর বয়সী দুই ড্যানিশ নারী। তারা লাওসে গত সপ্তাহে মারা যান বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল।তাদের মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চললেও সংবাদ প্রতিবেদন এবং অনলাইনে অন্যান্য পর্যটকদের সাক্ষ্য থেকে ধারণা করা হচ্ছে, এই পর্যটকরা মিথানলযুক্ত পানীয় বা মদ পান করেছিলেন। এই পদার্থ প্রায়ই ভেজাল মদে পাওয়া যায়।

শুক্রবার গণমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে মারা যাওয়া অস্ট্রেলীয় কিশোরী ১৯ বছর বয়সী হলি বোউলসের পরিবার বলেছে, “তার মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। তবে সে অনেক মানুষের জীবনে আনন্দ এবং সুখ এনে দিয়েছে। এটাই আমাদের জন্য সান্ত্বনা। হলি তার জীবনের সেরা সময় পার করছিল। নিত্য নতুন বন্ধু তৈরি করছিল, অসাধারণ সব অভিজ্ঞতা উপভোগ করছিল।”হলি ও তার বান্ধবী বিয়ানকাকে গত ১৩ নভেম্বর বুধবারে হাসপাতালে ভর্তি করা হয়। তারাও লাওসে মিথানল মেশানো ভেজাল মদ পান করে মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। মিথানল যোগ করে ভেজাল মদ তৈরি করে থাকে অনেক অসাধু ব্যবসায়ী।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, ২৫ মিলিলিটার মিথানল সেবনও প্রাণঘাতী হতে পারে। তারপরও অ্যালকোহলের তুলনায় সস্তা হওয়ায় অনেক সময় মিথানল অনেক সময় পানীয়তে মেশানো হয়ে থাকে।বিষক্রিয়ার শিকার হওয়া পর্যটকেরা কোথায় এবং কীভাবে এই বিষাক্ত অ্যালকোহল পান করেছেন, তা এখনও জানা যায়নি। মিথানল বিষক্রিয়ার লক্ষণ শরীরে প্রকাশ পেতে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য