Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট, শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত লোরি

ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট, শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত লোরি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ নভেম্বর:   যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন প্রসাশনের অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পেতে যাচ্ছেন স্কট ব্যাসেন্ট।কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেওয়ার জন্য ৬২ বছর বয়সী ব্যাসেন্টকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ব্যাসেন্ট আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত। তিনি একসময় জর্জ সোরোসের পক্ষে কাজ করেছিলেন।২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পের সমর্থক ছিলেন ব্যাসেন্ট।এবারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের প্রশংসা করে ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, “নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নিম্ন করের মাধ্যমে নতুন এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প।”

শুক্রবার সন্ধ্যায় এই নেতার নাম ঘোষণার সময় ব্যাসেন্টের প্রশংসা করে ট্রাম্প বলেন, “বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্কট বেশ সম্মানিত।”ট্রাম্প আরও বলেন, “আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক স্কট। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।”

এদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আগামী প্রশাসনে শ্রমমন্ত্রী পদে লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প।রিপাবলিকান এই রাজনীতিবীদ অরেগন থেকে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। ৫৬ বছর বয়সী লোরির প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে।অর্থমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর নাম ঘোষণার মাধ্যমে বোঝা যাচ্ছে আগামী জানুয়ারিতে হোয়াইট হাউজে প্রবেশের জন্য ট্রাম্পের প্রস্তুতি প্রায় সম্পন্ন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য