Thursday, November 21, 2024
বাড়িবিশ্ব সংবাদরাশিয়া আসন্ন বিমান হামলার ভুয়া তথ্য ছড়াচ্ছে : ইউক্রেইন

রাশিয়া আসন্ন বিমান হামলার ভুয়া তথ্য ছড়াচ্ছে : ইউক্রেইন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ নভেম্বর:   ইউক্রেইন সরকার রাজধানী কিইভ ও অন্যান্য নগরীতে বুধবার রাশিয়ার বড় ধরনের বিমান হামলা চালানোর ভুয়া বার্তা ছড়ানো্র অভিযোগ করেছে।ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থা টেলিগ্রামে এক পোস্টে বলেছে, রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে ব্যাপক তথ্যগত এবং মনঃস্তাত্বিক হামলা চালাচ্ছে।ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের আওতাধীন এই গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, “ম্যাসেঞ্জার এবং স্যোশাল নেটওয়ার্কের মাধ্যমে…ইউক্রেইনের বিভিন্ন নগরীতে আজ (বুধবার) বিশেষ করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার হুমকি সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে।“

এই বার্তা ভুয়া। আমরা আপনাদেরকে কেবল সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যে আস্থা রাখার আহ্বান জানাচ্ছি।” রাশিয়া সমাজে ভয়ভীতি ছড়ানো এবং মনস্তাত্বিক চাপ সৃষ্টি করার জন্য এই পদক্ষেপের আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।মানুষজনকে আতঙ্কগ্রস্ত না হতেও সংস্থাটি আহ্বান জানিয়েছে। তবে বিমান হামলার সতর্ক সংকেতের ব্যাপারে মানুষজনের সজাগ থাকার ওপরও তারা জোর দিয়েছে।

রাশিয়ার ‘গুরুতর বিমান হামলার সম্ভাবনা থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ কারণে যুক্তরাষ্ট্র ইউক্রেইনের রাজধানী কিইভে অবস্থিত নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে বুধবার। এরপরই ইউক্রেইনের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়ার এই ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ করল।বুধবার দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেইনে তার নাগরিকদেরকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে।ইতালি এবং গ্রিক দূতাবাসও যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা আসার পর কিইভে তাদের নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য