Saturday, December 7, 2024
বাড়িবিশ্ব সংবাদনেদারল্যান্ডসে উপমন্ত্রীর পদত্যাগ ঘিরে উত্তেজনা, ভাঙন ঠেকাল জোট সরকার

নেদারল্যান্ডসে উপমন্ত্রীর পদত্যাগ ঘিরে উত্তেজনা, ভাঙন ঠেকাল জোট সরকার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর:   নেদারল্যান্ডসে উপবাণিজ্যমন্ত্রীর পদত্যাগকে কেন্দ্র করে দেশটির জোট সরকারের মধ্যে শুরু হওয়া উত্তেজনার অবসান হয়েছে। নেদারল্যান্ডসের ডানপন্থী জোট সরকারের দলগুলো নিজেদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে অবশেষে সরকারের ভাঙন ঠেকাতে পেরেছে। গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।মন্ত্রিপরিষদের বৈঠকে সহকর্মীরা বর্ণবাদী মন্তব্য করেছেন—এমন অভিযোগ তুলে গতকাল শুক্রবার পদত্যাগ করেন নেদারল্যান্ডসের উপবাণিজ্যমন্ত্রী নোরা আখাবার। ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর গত সপ্তাহে হওয়া হামলার ঘটনায় ওই বর্ণবাদী মন্তব্যগুলো করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

গত সপ্তাহে আমস্টারডামে স্থানীয় ফুটবল ক্লাব অ্যাজাক্স ও তেল আবিবের ফুটবল ক্লাব ম্যাকাবির মধ্যে একটি ফুটবল ম্যাচ হয়। খেলা শেষ হওয়ার পর দুই দলের সমর্থকদের মধ্যে আমস্টারডামের রাস্তায় সহিংসতার ঘটনা ঘটে। নেদারল্যান্ডস সরকারের মন্ত্রিপরিষদের এক বৈঠকে ওই সহিংসতার প্রসঙ্গ উঠলে সেখানে সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে উপবাণিজ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন আখাবার।

আখাবারের পদত্যাগের পর জোট সরকার ভেঙে পড়ছে বলে গুঞ্জন শুরু হয়। বলা হচ্ছিল, আখাবারের দল নিউ সোশ্যাল কন্ট্রাক্টের (এনএসসি) অন্য সদস্যরাও সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে পারেন। এমনকি জরুরি বৈঠকের আগে দলের ভারপ্রাপ্ত নেতা নিকোলিয়ের ভান ভ্রুনহোভেনও বলেছিলেন, জোট সরকারে থাকা না থাকার বিষয়টি তাঁরা বিবেচনা করছেন।শুক্রবার পাঁচ ঘণ্টা ধরে জোট সরকারের নেতাদের আলোচনার পর অবশেষে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ ঘোষণা করেন, জোট সরকার অক্ষুণ্ন আছে এবং তাঁর সরকার ক্ষমতায় টিকে গেছে।

উল্লেখ্য, ডিক স্কুফের নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাসও হয়নি।শুক্রবার দ্য হেগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে জোটের নেতাদের মধ্যে ওই বৈঠক হয়। আলোচনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘নোরা আখাবার উপমন্ত্রী হিসেবে আর দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিপরিষদ হিসেবে আমরা সম্মত হয়েছি যে একসঙ্গে চালিয়ে যাওয়ার (জোট সরকার) মতো আত্মবিশ্বাস আমাদের আছে।’

গত মাসে আমস্টারডামের ঘটনার প্রসঙ্গ টেনে স্কুফ বলেন, ‘দেশে অনেক বিশৃঙ্খলা আছে। এটি একটি আবেগময় সপ্তাহ ছিল, একটি ভারাক্রান্ত সপ্তাহ ছিল। অনেক কিছু বলা হয়েছে এবং অনেক কিছু ঘটে গেছে।’ম্কুফ দাবি করেছেন, তাঁর সরকার কিংবা জোট সরকারের দলগুলোর মধ্যে কখনোই কোনো ধরনের বর্ণবাদ ছিল না।ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স ফুটবল দলের ভক্তদের মধ্যে ওই সহিংসতার ঘটনা ঘটেছিল গত ৭ নভেম্বর। তখন ম্যাকাবি তেল আবিবের কয়েকজন সমর্থকতে স্বল্প সময়ের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য