Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজা-লেবাননে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

গাজা-লেবাননে অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান সৌদি যুবরাজের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ নভেম্বর:  সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।রাজধানী রিয়াদে আরব ও মুসলিম নেতাদের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত হত্যাযজ্ঞের নিন্দা করেন তিনি।সৌদি যুবরাজ ইসরায়েলকে যে কোনও ধরনের আগ্রাসন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন এবং বিশ্বব্যাপী দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রিয়াদে আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলন সোমবার শুরু হয়েছে। এ সম্মেলনে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইতও ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছেন।তিনি বলেন, “ফিলিস্তিনের জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বকে এ সহিংসতা দেখেও চোখ বুজে থাকতে দেওয়া যায় না। ইসরায়েলের পদক্ষেপ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা ব্যাহত করছে। কেবল ন্যায়বিচারেই এ শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

রিয়াদে আরব লিগ এবং ওআইসি’র একইরকম একটি সম্মেলনের একবছর পর আবার এই সম্মেলন হচ্ছে। একবছর আগের সম্মেলনেও সম্মেলনের নেতারা গাজায় ইসরায়েলের হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা করেছিলেন।তবে নেতারা ইসরায়েলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে একমত হতে পারেননি। যদিও ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং তেল সরবরাহ ব্যাহত করার ডাক এসেছিল।এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্পের আরেক মেয়াদে প্রেসিডেন্ট হতে চলার সময়ে এই সম্মেলন হচ্ছে। ট্রাম্পের এই আগমন সম্মেলনের নেতাদের ভাবাবে এবং ইতিবাচকতা আর অনিশ্চয়তার দোলাচল থাকবে বলেই মনে করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য