স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ অক্টোবর: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিস হোয়াইট হাউজের কাছে এলিপ্স পার্কের সমাবেশে মঙ্গলবার সন্ধ্যায় ভোটারদের উদ্দেশ্যে সমাপনী ভাষণ দিয়েছেন।ভাষণে হ্যারিস ভোটারদেরকে অস্থিরচিত্ত, প্রতিশোধপরায়ণ এবং অপরাধপ্রবণ ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও বিভাজনের’ পথ প্রত্যাখ্যান করার আহ্বান জানান। এর পরিবর্তে হ্যারিস তার নিজের প্রতিশ্রুত ‘ভিন্ন পথে যাত্রার চেষ্টা’কে সমর্থন দেওয়ার আহ্বান জানান ভোটারদের।হ্যারিস এলিপ্সের যে জায়গায় ৩০ মিনিটের এই বক্তব্য রেখেছেন, সেই একই স্থানে প্রায় চার বছর আগে ২০২১ সালের ৬ জানুয়ারিতে ক্যাপিটল হিলে দাঙ্গার ঠিক আগে বক্তব্য রেখেছিলেন ডনাল্ড ট্রাম্পও।
সমবেত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প সেদিন ভাষণ দিয়েছিলেন। তার ভাষণে উজ্জীবিত হয়েই ট্রাম্প সমর্থকরা সেদিন দলে দলে ক্যাপিটল হিলে হামলে পড়ে।হ্যারিস তার সমাবেশের ভাষণে বলেন, “ডনাল্ড ট্রাম্পকে আমরা চিনি। ২০২০ সালে তৎকালীন এই প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পরাজয় মেনে না নিয়ে ক্যাপিটল হিলে একদল সশস্ত্র মানুষ পাঠিয়েছিলেন।” সাবেক এই প্রেসিডেন্ট আবার ক্ষমতায় এলে তা দেশের ভবিষ্যতের জন্য একটি হুমকি হবে বলে উল্লেখ করেন হ্যারিস।
ভোটারদেরকে নির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে হ্যারিস বলেন, “এই নির্বাচন কেবল দুটো দলের মধ্যে কোনও একটিকে কিংবা দুই প্রার্থীর মধ্য থেকে কোনও একজনকে বেছে নেওয়া নয়, এ নির্বাচন হচ্ছে- সব আমেরিকানের জন্য স্বাধীন একটি দেশ কিংবা বিশৃঙ্খলা ও বিভাজনের শাসনব্যবস্থার একটি দেশের মধ্য থেকে কোনও একটিকে বেছে নেওয়া।”হ্যারিসের সংক্ষিপ্ত নির্বাচনি প্রচারের ফলে সিদ্ধান্তহীন অনেক ভোটারই তার সম্পর্কে এখনও বেশিকিছু জেনে উঠতে পারেননি সেকথা স্বীকার করেছেন হ্যারিস। তাদেরকে নিজের সম্পর্কে জানাতে হ্যারিস তুলে ধরেন তার জীবনকথা এবং বেড়ে ওঠা।হ্যারিস তার শীর্ষ কয়েকটি নীতিও এই প্রচার সমাবেশে তুলে ধরেছেন। যার মধ্যে আছে হাউজিংয়ের খরচ কমানো, চাইল্ড ট্যাক্স ক্রেডিটের আওতা বাড়ানো এবং বয়স্কদের জন্য সরকারি স্বাস্থ্যবীমায় হোমকেয়ারও যোগ করা।তাছাড়া, গর্ভপাতের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও হ্যারিস তার বক্তব্যে দিয়েছেন। তিনি বলেছেন, “মানুষের নিজের শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মৌলিক স্বাধীনতা আছে।”