Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ সাংবাদিক নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ অক্টোবর : দক্ষিণ লেবাননের হাসবায়ায় গণমাধ্যমের কর্মীদের ব্যবহৃত অতিথিশালায় ঘুমিয়ে থাকা অবস্থায় ইসরায়েলের হামলায় অন্তত তিন সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে এ হামলা হয়।নিহতরা হলেন- ক্যামেরা অপারেটর ঘাসান নাজ্জার, ইরানপন্থি সংবাদমাধ্যম আল-মায়াদিনের মোহাম্মদ রেদা এবং হিজবুল্লাহর আল-মানারের হয়ে কাজ করা ক্যামেরা অপারেটর উইসাম কাসেম। গণমাধ্যমগুলো আলাদা আলাদা বিবৃতিতে এ খবর জানিয়েছে।ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের মধ্যে এক বছরের মধ্যে এই হামলা গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন।

সাংবাদিক হত্যার বিষয়ে ইসরায়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। ইসরায়েল সাধারণত ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানোর কথা স্বীকার করে না।লেবাননে এর আগে ইসরায়েলের হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদাল্লাহসহ পাঁচজন সাংবাদিক নিহত হন।হাসবায়া এমন একটি শহর যেখানে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাম্বলীর মানুষের বাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এর উপকণ্ঠে হামলা হয়েছে, কিন্তু শুক্রবার ভোর ৩টার দিকে শহরটিতে প্রথম হামলা চালানো হয়।স্কাই নিউজ, আল-জাজিরা ও লেবাননের সম্প্রচারমাধ্যমসহ ছয়টি গণমাধ্যমের অন্তত ১৮ জন সাংবাদিক ওই অতিথিশালায় অবস্থান করছিলেন।

“আমরা বিমানটির খুব নিচ দিয়ে উড়ে যাওয়ার শব্দ শুনেছি। শব্দেই আমাদের ঘুম ভেঙে যায়। এরপর আমরা ক্ষেপণাস্ত্র দুটির শব্দ শুনতে পাই,” রয়টার্সকে এমনটাই বলেছেন লেবাননের সংবাদমাধ্যম আল-জাদিদের সাংবাদিক মুহাম্মদ ফারহাত।তিনি আরও বলেন, “বেশ কয়েকটি বাংলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফুটেজে উল্টে যাওয়া ও ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা গেছে, যার মধ্যে কয়েকটিতে ‘প্রেস’ লেখা রয়েছে।”তিনি জানান, “আমরা প্রায় এক মাস ধরে ওখান থেকে রিপোর্ট করছিলাম, এতদিন কোনো সমস্যা হয়নি। ধ্বংসস্তূপের নিচ থেকে কীভাবে বেরিয়ে এলাম তাও জানি না।”

আল-মায়াদিনের পরিচালক ঘাসান বিন জিদ্দো চ্যানেলটির এক্স একাউন্টে বলেছেন, এই হামলা ছিল “ইচ্ছাকৃত”।এর একদিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে আল-মায়াদিনের একটি কার্যালয়ে হামলা চালায় ইসরায়েল।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় একজন নিহত ও এক শিশুসহ পাঁচজন আহত হয়েছে।বৈরুত কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলি সামরিক অভিযানে আড়াই হাজারের বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সীমান্তবর্তী ইয়াতার গ্রাম থেকে আহতদের সরিয়ে নিতে গিয়ে ইসরায়েলি হামলায় তিন লেবানিজ সেনা নিহত হয়।তবে এ হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য করা হয়নি।যুক্তরাষ্ট্র বলেছে, গাজা ও লেবাননে হামলায় বেসামরিক হতাহত এড়াতে এবং জাতিসংঘ শান্তিরক্ষী বা লেবাননের সেনাদের বিপন্ন না করতে ইসরায়েলের পদক্ষেপ নেওয়া উচিত।হাসপাতাল ও স্কুলে গোলাবর্ষণের জন্য সমালোচিত ইসরায়েলের দাবি, তারা হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রাথমিক তদন্তে ২৪ অক্টোবর পর্যন্ত অন্তত ১২৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।এর মধ্যে ১২৩ জন ফিলিস্তিনি, দুজন ইসরায়েলি ও তিনজন লেবাননের নাগরিক।ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের এক মাস পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দোহায় সতর্ক করে বলেছেন, “এই অভিযান দীর্ঘস্থায়ী হওয়া উচিত নয়।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য