স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইসরায়েল, জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধ থামানোর জন্য চাপ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন, তার মধ্যেই এসব হামলা চালাল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশটি।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেন্দ্রীয় দেমেস্কের কাফর সুসা এলাকায় এবং হোমসের গ্রামীণ এলাকার একটি সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়টি এই হামলায় ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হওয়ার কথা উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি, খবর রয়টার্সের।এর আগে একইদিন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছিল, কাফর সুসার একটি আবাসিক ভবনে ইসরায়েল আঘাত হানার পর দামেস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।প্রতিবেশী সিরিয়ায় হামলার সুনির্দিষ্ট প্রতিবেদন নিয়ে ইসরায়েল সাধারণত কোনো মন্তব্য করে না।সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন লক্ষ্যস্থলে ইসরায়েল বছরের পর বছর ধরে হামলা চালিয়ে আসছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের হামলা বাড়িয়েছে ইসরায়েল।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটতে পারে, তাতে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন নীতিতেও পরিবর্তন আসবে। তার আগেই ইরান সমর্থিত গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস এবং ইসরায়েল মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ওয়াশিংটনের জো বাইডেন প্রশাসন শেষবারের মতো বড় ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।এই উদ্দেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন ফের মধ্যপ্রাচ্য সফর করছেন। এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের সময়টিতে বিভিন্ন যুদ্ধবিরতির উদ্যোগ নিয়ে ব্লিনকেন বারবার মধ্যপ্রাচ্য সফর করেছেন। কিন্তু তার এসব কূটনৈতিক প্রচেষ্টা এ পর্যন্ত কোনো ফল দেয়নি।
হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর ওয়াশিংটন আশা করছে এবার হয়তো ‘শান্তির’ একটা সম্ভাবনা দেখা দিতে পারে। কারণ সিনওয়ার ইসরায়েলের ‘মোস্ট ওয়ান্টেড’ শত্রু ছিল।এর পাশাপাশি ব্লিনকেন ইসরায়েল ও ইরানের মধ্যে যেন বড় ধরনের যুদ্ধ শুরু না হয়ে যায়, সেই কূটনীতিক প্রচেষ্টাও চালাচ্ছেন। ১ অক্টোবর ইসরায়েল ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েল এর প্রতিক্রিয়া ইরানের পাল্টা হামলা চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।