Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদইসরায়েলের লক্ষ্য এবার সাফেয়িদ্দিন, লেবাননে রাতভর হামলায় নিহত ৩৭

ইসরায়েলের লক্ষ্য এবার সাফেয়িদ্দিন, লেবাননে রাতভর হামলায় নিহত ৩৭

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ অক্টোবর: হিজবুল্লাহকে নিশ্চহ্ন করার লক্ষ্যে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এবার এই ইহুদি রাষ্ট্রটি এবার লক্ষ্য করেছে হাসান নাসরাল্লাহ পরবর্তী হিজবুল্লাহর সম্ভাব্য নেতা হাশেত সাফেয়িদ্দিন।এমন লক্ষ্যে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো।ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেন, হিজবুল্লাহর প্রয়াত প্রধান সাঈদ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরিদের একজন হলেন সাফিয়েদ্দিন।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছে। এর মধ্যে বৈরুতে নয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।জানা যায়, শহরের কেন্দ্রস্থলে রাতভর একাধিক হামলা চালানো হয়েছিল।

এদিকে বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের তুলকারেম এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা জাহি ইয়াসির আবদ আল-রাজেক আউফি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ।আইডিএফের দাবি, জাহি ইয়াসের আবদ আল-রাজেক আউফি অধিকৃত পশ্চিম তীরে গত মাসে গাড়ি বোমা হামলার নেতৃত্ব দিয়েছিলেন।বৃহস্পতিবারের হামলায় হামাসের আরও কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।হামাস এ হামলার নিন্দা জানালেও আউফি নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি।

সিএনএনের পরিসংখ্যান অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণে ১৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযানের তিন সপ্তাহেরও কম সময়ে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি মানবিক সহায়তা সংস্থা জানিয়েছে, লেবাননের আশ্রয়কেন্দ্রগুলো উপচে পড়ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য