Saturday, March 22, 2025
বাড়িবিশ্ব সংবাদবৈরুতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নেতা নিহত

বৈরুতে ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নেতা নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ সেপ্টেম্বর: লেবাননের রাজধানী বৈরুতের কোলা এলাকায় ইসরায়েলি হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এর তিন নেতা নিহত হয়েছেন।সোমবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি একথা জানিয়েছে। শনিবারের পর থেকে বৈরুত শহরের সীমার মধ্যে এটি ইসরায়েলের প্রথম হামলা।রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, কোলার এক অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় পিএফএলপির নেতাদের অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়।এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইসরায়েলে লেবাননের হিজবুল্লাহ বাহিনী ও ইয়েমেনের হুতি বাহিনীর ওপর একের পর এক হামলা চালাচ্ছে। তাদের এ বেপরোয়া হামলার কারণে লড়াই নিয়ন্ত্রণহীনভাবে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা বাড়ছে। এ রকম কিছু হলে তাতে ইরানও জড়িয়ে পড়ে বড় ধরনের যুদ্ধ বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ঘটবে বলে ধরে নেওয়া যায়।ইতোমধ্যে ইরানকে চলমান সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে শক্তিশালী মার্কিন সামরিক উপস্থিতি থাকলেও তা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

রয়টার্স জানিয়েছে, পিএফএলপি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া আরেকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী।শুক্রবার বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার পর রোববার লেবাননজুড়ে হিজবুল্লাহর কয়েক ডজন লক্ষ্যে এবং ইয়েমেনের হুতিদের অবস্থানেও হামলা চালিয়েছে ইসরায়েল।লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ইসরায়েলি বিমান হামলায় দেশজুড়ে অন্তত ১০৫ জন নিহত হয়েছেন।ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হোদেইদাহ বন্দরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।ইসরায়েল জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ আঘাত হানা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইসরায়েলের ব্যাপক হামলায় এক হাজারেরও বেশি লেবাননি নিহত ও প্রায় ৬০০০ জন আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে কতোজন বেসামরিক তা উল্লেখ করেনি তারা।লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েলের এসব হামলার মুখে প্রায় ১০ লাখ লেবাননি তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ।ইসরায়েল হামলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়ে বলেছে, হিজবুল্লাহর রকেট হামলার কারণে তাদের উত্তরাঞ্চলের যে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাদের নিরাপদে ফিরিয়ে আনতে ওই এলাকা সুরক্ষিত করতে চায় তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য