স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ আগস্ট: জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কাগোশিমা প্রিফেকচারের উপকূল দিয়ে স্থলে উঠে আসা টাইফুন শানশানের তাণ্ডবে অন্তত তিনজন নিহত হয়েছেন।টাইফুনটি তীব্র ঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি বয়ে আনে। এ সময় প্রায় আড়াই লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।শানশানের কারণে টয়োটা ও নিশানের মতো বড় গাড়ি নির্মাণ কোম্পানিগুলো তাদের কিছু অথবা সবগুলো অভ্যন্তরীণ কারখানার কার্যক্রম বন্ধ রাখে।
দেশটির অবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ কিলোমিটার বেগের দমকা হওয়াসহ জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপের সাতসুমা সেন্দাই শহরের উপর দিয়ে স্থলে উঠে আসে।টাইফুনটি ওই অঞ্চলে আঘাত হানা অন্যতম সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছিল।বিবিসি জানিয়েছে, এই সতর্কতা জারির পর স্থানীয় সরকার কিউশুর বেশ কয়েকটি প্রিফেকচারের লাখ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
নিয়মিত সংবাদ সম্মেলনে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, টাইফুনটির তাণ্ডবে তিনজন নিহত, একজন নিখোঁজ, দুইজন গুরুতর আহত এবং পাঁচজন সামান্য আহত হয়েছেন।তিনি বলেন, “শানশান ধীর গতিতে এগোতে থাকায় মোট বৃষ্টির পরিমাণ অনেক বেশি হতে পারে।”জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের ভিডিও ফুটেজে দেখা গেছে, ঝড়ের কারণে কিউশুর দক্ষিণাঞ্চলীয় শহর মিয়াজাকিতে দেয়াল ও বিভিন্ন ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে, বিভিন্ন বস্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অথবা বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে আছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় সাতটি প্রিফেকচারের দুই লাখ ৫০ হাজারেরও বেশি বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।আবহাওয়া সংস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন কিউশুর উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে টাইফুন শানশান মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে হাজির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী রোববার নাগাদ ঝড়টি রাজধানী টোকিওতে হাজির হতে পারে।এএনএ হোল্ডিংস ও জাপান এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে ছয়শরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। কিউশুর অনেক এলাকায় ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে।