স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ আগস্ট: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি অর্জনের জন্য মিশরের রাজধানী কায়রোতে আলোচনা এখনও চলেছে আর তা এগিয়ে যাচ্ছে।রয়টার্স জানায়, ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারবি যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আলোচনা ‘গঠনমূলক’ ছিল।তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ সহযোগী ব্রেট ম্যাকগার্ক এই আলোচনায় অংশ নিচ্ছেন।
নির্দিষ্ট ইস্যুগুলো নিয়ে বাকি সমস্যাগুলো সমাধানের জন্য আগামী কয়েকদিন ওয়ার্কিং গ্রুপ স্তরে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।কিরবি বলেন, ওয়ার্কিং গ্রুপগুলো যেসব ইস্যু সামাল দিবে তার মধ্যে অন্যতম হচ্ছে হামাসের জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের বিনিময়।তিনি আরও বলেন, কতজন জিম্মি বিনিময় হতে পারে, তাদের পরিচয় এবং মুক্তির সম্ভাব্য সময়, এসবের বিস্তারিত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।রয়টার্স বলছে, গাজা যুদ্ধবিরতি নিয়ে চলা আলোচনা কখনো বন্ধ আবার কখনো ফের শুরুর মাধ্যমে কয়েক মাস পার হয়ে গেছে, কিন্তু এ পর্যন্ত কোনো চুক্তি অর্জনে ব্যর্থ হয়েছে।
আঞ্চলিক যুদ্ধ বৃদ্ধির কারণে কায়রোতে চলা সাম্প্রতিক আলোচনাও হুমকির মুখে পড়েছে। রোববার ভোরে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে শত শত রকেট এবং ড্রোন নিক্ষেপ করে। হিজবুল্লাহ কিছুক্ষণের মধ্যেই হামলা চালাতে যাচ্ছে, এমনটি টের পেয়ে সেটি প্রতিরোধ করতে প্রায় ১০০ জঙ্গি বিমান নিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েল কিন্তু তারপরও হামলা এড়াতে পারেনি তারা।তবে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এই আন্তঃসীমান্ত যুদ্ধ কায়রো আলোচনায় কোনো প্রভাব ফেলেনি বলে দাবি করেছেন কারবি।