Monday, September 16, 2024
বাড়িবিশ্ব সংবাদআরব আমিরাতে তালেবানের আফগান রাষ্ট্রদূত নিয়োগ

আরব আমিরাতে তালেবানের আফগান রাষ্ট্রদূত নিয়োগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ আগস্ট: তালেবান-নিযুক্ত এক কূটনীতিককে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন। চীনের পর দ্বিতীয় দেশ হিসেবে আরব আমিরাত একজন তালেবান দূতকে গ্রহণ করল।তালেবান-পরিচালিত পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মৌলবি বদরুদ্দীন হাক্কানি আফগান রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন।

নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিগগিরই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।বিদেশি কূটনীতিকরা বলছেন, আবু ধাবিতে আফগানিস্তানের দূতাবাস এবং দুবাইয়ের আফগান কনস্যুলেট অন্তত গতবছর থেকে তালেবান কূটনীতিকদের নিয়ন্ত্রণেই আছে। তবে আফগান কুটনীতিক হিসাবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।আরব আমিরাতের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করে” উপসাগরীয় এই দেশটি আফগানদের সহায়তা করা এবং সেতুবন্ধন রচনার সংকল্প আরও দৃঢ় করল, যার মধ্যে আছে উন্নয়ন কাজ এবং নানা পুনর্গঠন প্রকল্পও।

তবে সংযুক্ত আরব আমিরাত এ পদক্ষেপের মধ্য দিয়ে তালেবানকে আফগানিস্তানের বর্তমান সরকার হিসাবে স্বীকৃতি দিল কিনা সে বিষয়ে ওই কর্মকর্তা কিছু বলেননি। তবে আফগানিস্তানে এর আগে ১৯৯৬-২০০১ সালের তালেবান শাসনকে যে তিন দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে ছিল আরব আমিরাত।২০২১ সালের ১৫ অগাস্টে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আর কোনও দেশের সরকার আনুষ্ঠানিকভাবে সেই সরকারকে স্বীকৃতি দেয়নি। আর এখন পর্যন্ত কেবল চীন আফগান তালেবান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।তবে তালেবানের নিযুক্ত কূটনীতিকরা প্রতিবেশী দেশ পাকিস্তানসহ কয়েকটি দেশে কূটনৈতিক মিশন পরিচালনা করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য