স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ আগস্ট: সিরিয়ায় আল–কায়েদাঘনিষ্ঠ একটি সশস্ত্র গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে গতকাল শুক্রবার হত্যার দাবি করেছে মার্কিন বাহিনী।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওই ব্যক্তির নাম আবু আবদুল রহমান আল–মাক্কি। সিরিয়ায় হুররাস আল–দিন নামের একটি সংগঠনের শুরা কাউন্সিলের সদস্য ও জ্যেষ্ঠ নেতা। সিরিয়ায় বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে তাঁকে দায়ী করা হয়।সেন্ট্রাল কমান্ড জানায়, সংগঠনটির সদস্যরা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন সময় হামলা চালিয়ে থাকেন।
এর আগে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের ইদলিবে ড্রোন হামলা চালিয়ে আবু আবদুল রহমান আল–মাক্কিকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি একটি মোটরসাইকেলে ছিলেন। আল–মাক্কি সৌদি আরবের নাগরিক।ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছেন। ইরাক–সিরিয়ার বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণে নেওয়া জিহাদিদের ঠেকাতে ২০১৪ সালে এ জোট গড়ে তোলা হয়।