Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ আগস্ট: গাজা উপত্যকার খান ইউনিস এলাকার পূর্ব দিকে এবং আল নুসেইরাত শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলের শেল হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ শনিবার ভোরে এ হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু ও এক নারী আছে।ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।ওয়াফা আরও বলেছে, হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর প্রতিশোধ হিসেবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য