Saturday, March 15, 2025
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ কোরিয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ আগস্ট: দক্ষিণ কোরিয়ার বুচিয়ন শহরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাত জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানী সিউলের পশ্চিমে বুচিয়নের ওই নয় তলা হোটেল ভবনের অষ্টম তলায় আগুন লাগে।৭০টি গাড়ি ও ১৬০ জন কর্মীকে আগুন নেভাতে পাঠানোর কথা জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।বুচিয়ন ফায়ার স্টেশনের কর্মকর্তা লি স্যাং-ডন সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

যারা মারা গেছেন তাদের মধ্যে বেশিরভাগই হোটেলের অতিথি।আহত ১২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।তবে হোটেলটিতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর মতো পানির ব্যবস্থা ছিল না বলে জানিয়েছেন বুচিয়ন ফায়ার স্টেশনের কর্মকর্তা লি।স্বরাষ্ট্রমন্ত্রী লি স্যাং-মিন উদ্ধার অভিযানে তৎপর হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য