স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ আগস্ট: ইতালির সিসিলি দ্বীপের উপকূলে গত সোমবার ডুবে যাওয়া বিলাসবহুল প্রমোদতরীর (ইয়ট) ধ্বংসাবশেষ থেকে চার মৃতদেহ উদ্ধারের পর পঞ্চম আরেকটি মৃতদেহও খুঁজে পাওয়া গেছে।বিবিসি বুধবার বিকালে চারটি মৃতদেহ তীরে নিয়ে আসার খবর নিশ্চিত করে জানায়। তাদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানায়নি ইতালি কর্তৃপক্ষ।
নিখোঁজ আরও দুই আরোহীর খোঁজ চলছিল। এরপরই ডুবে যাওয়া তরীর ভেতর আরেকটি দেহ পাওয়ার খবর বিবিসি-কে জানায় সিসিলি কর্তৃপক্ষ।তরীটির শেফ রিকাল্ডো থমাসের দেহ সাগর থেকে উদ্ধার করা হয় সোমবার। এখন নিখোঁজ আর মাত্র একজনের খোঁজ পাওয়া বাকি।ডুবে যাওয়া তরীর ধ্বংসাবশেষের খোঁজ পেতে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পানির নিচে রিমোটকন্ট্রোল চালিত যান ব্যবহার করছে। এ ধরনের যান সমুদ্রর তলদেশে ৩০০ মিটার গভীরে অনুসন্ধান চালাতে পারে।
ঝড়ের মুখে পড়ে বায়েসিয়ান নামের ইয়টটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিকভাবেই একজনের মৃত্যু এবং ছয়জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছিল।এই দুর্ঘটনায় ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার মেয়েও নিখোঁজ হন। মাইকের স্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিঞ্চের মালিকানাধীন এই তরীতে ২২ যাত্রী ও ক্রু ছিল।