Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদবসনিয়ায় স্কুলে গুলিতে নিহত ৩

বসনিয়ায় স্কুলে গুলিতে নিহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক।। ২১ আগস্ট : বসনিয়ার পশ্চিমাঞ্চলীয় এক হাই স্কুলে সহকর্মীর গুলিতে তিনজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে সানস্কি মোস্ত শহরে ঘটনাটি ঘটেছে বলে বসনিয়ার গণমাধ্যম পুলিশের বরাতে জানিয়েছে।রয়টার্স জানিয়েছে, পুলিশ ও জরুরি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আহত ব্যক্তি নিজেই হামলাকারী বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হামলার পর তিনি আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।বসনিয়ার গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী স্কুলটির একজন দারোয়ান। আর যারা নিহত হয়েছেন তারা হলেন, স্কুলটির পরিচালক, সেক্রেটারি ও একজন নারী শিক্ষক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য