Tuesday, March 18, 2025
বাড়িবিশ্ব সংবাদশিকাগোয় ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলন, বিক্ষোভে নামছে ফিলিস্তিনপন্থিরা

শিকাগোয় ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলন, বিক্ষোভে নামছে ফিলিস্তিনপন্থিরা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ আগস্ট: যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শিকাগো রাজ্যে সোমবার থেকে শুরু হচ্ছে ডেমোক্র্যাটিক দলের চারদিনের জাতীয় সম্মেলন।এ সম্মেলনকে ঘিরে জড়ো শিকাগোয় সমবেত হচ্ছে হাজারো মানুষ। সেইসঙ্গে সম্মেলনস্থলের কাছে বড় ধরনের ফিলিস্তিপন্থি বিক্ষোভ হওয়ারও আভাস পাওয়া যাচ্ছে।

সোমবার সম্মেলনের উদ্বোধনী দিনেই সম্মেলনস্থলের বাইরে ৪০ হাজারের বেশি বিক্ষোভকারী সমবেত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাইডেন প্রশাসনের ইসরায়েল ঘেঁষা নীতির প্রতিবাদ জানাবে তারা।প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর পর হ্যারিসের এ পদে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি এই সম্মেলনে উদযাপন করা হবে।সাধারণত দলের এই সম্মেলনে রোল কল ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রার্থৗ মনোনীত করা হয়। তবে এবারের সম্মেলন অন্যবারের চেয়ে কিছুটা আলাদা হচ্ছে।

কারণ, ডেমোক্র্যাটিক পার্টি এ মাসের শুরুর দিকেই অনলাইনে রোল কল ভোটের মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়ে দিয়েছে। হ্যারিসের পাশাপাশি তার রানিং মেট টিম ওয়ালজও এরই মধ্যে মনোনয়ন পেয়ে গেছেন।তাই এ বছর ডেমোক্র্যাটিক দলের জাতীয় সম্মেলনে মূলত বিশিষ্ট ডেমোক্র্যাটদের ভাষণের ওপরই মনোনিবেশ করা হবে। তবে অলংকারিক একটি রোল কল ভোটও সম্মেলনে করা হতে পারে।

শিকাগোয় সমবেত হতে পারে ৪ হাজারের বেশি ডেলিগেট। আবার সম্মেলনের উদ্বোধনী এবং সমাপানী দিনেও ফিলিস্তিনপন্থি বিক্ষোভে পদযাত্রা হতে পারে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, আমব্রেলা গ্রুপ মার্চ এর এক মাইল দীর্ঘ পদযাত্রা আয়োজন করা হয়েছে সম্মেলনস্থলের বাইরে একটি পার্কে।মার্চ এর মুখপাত্র হাতেম আবুদায়ে বলেন, আয়োজকরা সোমবার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে পদযাত্রার রুট আরও দীর্ঘ করার জন্য। যাতে সব বিক্ষোভকারী পায়ে হাঁটার সুযোগ পায়। মার্চ গ্রুপটি ২০০’র বেশি গোষ্ঠী নিয়ে গঠিত।

আয়োজকরা রসয়টার্সকে গত সপ্তাহে জানিয়েছিলেন, বহু মানুষ ফিলিস্তিন এবং ইলিনয় ও আশেপাশের রাজ্যর আরব সম্প্রদায় থেকে আসবে।তাদের সঙ্গে থাকবে প্রজননের অধিকারসহ জাতিগত ন্যায়বিচারের মতো নানা ইস্যু নিয়ে সোচ্চার আরও গোষ্ঠীও। বিক্ষোভকারীরা চায় পুলিশ তাদের অবাধ বাক স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ না করে।সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবারে আরেকটি বড় বিক্ষোভ কর্মসূচি রয়েছে।যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা কয়েকমাস ধরেই বাইডেন প্রশাসনের ইসরায়েল সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

গত বসন্তে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের কলেজ ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়েছিল। সেই বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। পরে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়ে বিক্ষোভশিবিরগুলো ভেঙে দেয়।রোববার শিকাগোয় বিচ্ছিন্ন কিছু বিক্ষোভ এরই মধ্যে শুরু হয়েছে। রোববার রাতে প্রায় ১ হাজার ফিলিস্তিনপন্থি শিকাগোর এক শহরতলীতে বিক্ষোভ করেছে। ডেমোক্র্যাটিক জাতীয় সম্মেলন বন্ধের দাবিতে স্লোগান দেয় তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য