Wednesday, February 12, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার অন্তর্ভুক্ত হতে গণভোট করতে পারে লুহানস্ক

রাশিয়ার অন্তর্ভুক্ত হতে গণভোট করতে পারে লুহানস্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মার্চ।  রাশিয়ার অন্তর্ভুক্ত হতে গণভোট আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে ইউক্রেইনের রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহান্সক।

রোববার স্বঘোষিত লুহান্সক প্রজাতন্ত্রের প্রধান লিওনিদ পাসেচনিক বলেন, “আমি মনে করি, অচিরেই এই প্রজাতন্ত্রে একটি গণভোট অনুষ্ঠান করা হবে। তাতে রাশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে লুহানস্কের মানুষ চূড়ান্ত সাংবিধানিক অধিকার প্রয়োগ করে তাদের মত প্রকাশ করবেন।”গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর আগেই দেশটিতে রাশিয়া-পন্থি বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। যদিও বাদবাকী বিশ্ব এই দুই অঞ্চলকে ইউক্রেইনের অংশ বলেই মানে।ইউক্রেইন বারবারই বলে আসছে, তারা রাশিয়ার কাছে তাদের কোনও ভূখন্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে কখনও রাজি হবেনা।

তাই লুহানস্কে প্রস্তাবিত গণভোটের ঘোষণার নিন্দা জানিয়ে ইউক্রেইন বলেছে, অধিকৃত ইউক্রেইন ভূখন্ডে এমন গণভোটের কোনও আইনি ভিত্তি নেই। তাছাড়া, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং রাশিয়া বিশ্ব থেকে আরও বেশি বিচ্ছিন্ন হবে।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখল করে। রাশিয়ার যোগ দিতে সে সময় ক্রাইমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। বেশির ভাগ মানুষ রাশিয়া ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষ মত দেয়। ইউক্রেইন তখনও এই গণভোটকে অবৈধ বলেছিল এবং ক্রাইমিাকে তাদের অংশ বলে দাবি করেছিল।

রাশিয়ার ক্রাইমিয়া দখলের পর পশ্চিমারা মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে মস্কো বলে আসছে, ক্রাইমিয়ার বেশির ভাগ মানুষই রাশিয়া ফেডারেশনে যোগ দিতে চেয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য