স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ আগস্ট: তেহরানে ফিলিস্তিনের হামাস নেতা ও বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার হত্যা ঘিরে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে যুক্তরাজ্য ও মিশর নিজেদের বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে।মিশর বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টার জন্য ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে তাদের সব এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যও তাদের এয়ারলাইন্সগুলোকে লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেয়।
বিশ্বে আরও বহু দেশের এয়ারলাইন্সই ইরান এবং লেবাননের আকাশসীমা এড়াতে তাদের ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তনের চিন্তাভাবনা করছে। ইসরায়েল এবং লেবাননগামী ফ্লাইটও বাতিল করছে।সংঘাতপূর্ণ এলাকাগুলোর মধ্য দিয়ে ফ্লাইট চলাচলের বিষয়টি এক দশক আগে বিমানসংস্থাগুলোর কাছে গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তা ইস্যু হয়ে উঠেছে। ওই সময় মালয়েশিয়ার এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট গোলযোগপূর্ণ ইউক্রেইনের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হামলার শিকার হয়ে ২৯৮ আরোহীর মৃত্যুর পর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স বুধবার বলেছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের ফ্লাইট আটকে রাখা হয়েছিল ৩১ জুলাইয়ে, এখন সেটি বন্ধ করা হয়েছে। এয়ারলাইন্সটি বলেছে, আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং কখন পরিষেবা চালু করা হবে সে সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে আমাদের কাস্টমার ও ক্রুদের নিরাপত্তার দিকটিতে মনোনিবেশ করব।ওদিকে, ডেল্টা এয়ারলাইন্স (ডিএএল) ৩১ আগস্ট পর্যন্ত নিউইয়র্ক এবং তেল আবিবের মধ্যে তার ফ্লাইট স্থগিত করেছে। ব্রিটিশ এয়ারলাইন্সগুলোও সম্প্রতি লেবাননে যাচ্ছে না বলে জানা গেছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ থেকে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সও গত শুক্রবার থেকে ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট চলাচল বন্ধ করেছে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করছে।মিশরের এয়ারলাইন্সগুলো এরই মধ্যে ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে। নতুন নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে মিশরের সব এয়ারলাইন্সকেই। পাইলটদের দেওয়া নিরাপত্তা বিজ্ঞপ্তিতে মিশরের নোটাম জানিয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০১০০ থেকে ০৪০০ টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হবে।বুধবার মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানায়, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত একটি বিজ্ঞপ্তির আলোকে বিমান চলাচলের নিরাপত্তা ঝুঁকি কমাতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মিশরের সব এয়ারলাইন্সকেই তেহরানের ওপর দিয়ে ফ্লাইট পরিচালনা করতে বারণ করা হয়েছে। এই ধরনের অঞ্চলের ওপর দিয়ে কোনও ফ্লাইট পরিকল্পনাই গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে একটি নোটিশে।মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালযয়ের বিবৃতিতে বলা হয়, ৭ অগাস্ট ইরানের আকাশসীমায় স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং ৮ অগাস্ট ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সামরিক মহড়া পরিচালিত হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ টিভি জানিয়েছে, ইরান কর্তৃপক্ষ ‘সামরিক মহড়ার’ কারণে দেশটির আকাশসীমায় উড়ান এড়াতে বলেছে।
২০২০ সালে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট জানিয়েছিল, তারা ভুল করে ইউক্রেনীয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট পিএস৭৫২ গুলি করে ভূপাতিত করে, এতে ১৭৬ আরোহীর সবাই নিহত হন।রোববার জর্ডান কর্তৃপক্ষ তাদের বিমানবন্দরে অবতরণ করা সব এয়ারলাইন্সকে ৪৫ মিনিটের অতিরিক্ত জ্বালানি বহন করতে বলেছে। ইসরায়েলের বিমান হামলার মুখে চলতি বছরের শুরুতে জর্ডানসহ এ অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।