Saturday, January 25, 2025
বাড়িবিশ্ব সংবাদবৈরুতে বিস্ফোরণ, হিজবুল্লাহ কমান্ডারের ওপর হামলার দাবি ইসরায়েলের

বৈরুতে বিস্ফোরণ, হিজবুল্লাহ কমান্ডারের ওপর হামলার দাবি ইসরায়েলের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জুলাই: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে অন্তত একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েল বলছে, তারা ওই এলাকায় হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।ইসরায়েলের গোলান মালভূমিতে হামলায় ১২ শিশু-কিশোর নিহতের ঘটনায় হিজবুল্লাহর কমান্ডারকে দায়ী করেছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় ওই শহরতলিতে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি আছে।

মঙ্গলবার স্থানীয় সময় প্রায় সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায় বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে বলেছে, গোলানের মাজদাল শামসে ইসরায়েলি শিশু ও অন্যান্য সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় দায়ী কমান্ডারকে নিশানা করে তারা হামলা চালিয়েছে।তবে হামলায় কমান্ডারের ভাগ্যে কী ঘটেছে তা জানা নেই বলে জানিয়েছেন লেবাননের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।

লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৈরুতের হারেত রিকে হিজবুল্লাহর শুরা কাউন্সিলের আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে।গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে প্রাণঘাতী হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে পড়ে।ওই হামলার পরই হিজবুল্লাহর বিরুদ্ধে বদলা নেওয়ার অঙ্গীকার করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য