স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জুলাই: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার তীব্র নিন্দা করে একে ‘কাপুরুষোচিত কাজ ও বিপজ্জনক ক্রমবৃদ্ধি’ বলে মন্তব্য করেছেন।ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফা-তে দেওয়া এক বিবৃতিতে তিনি ফিলিস্তিনিদের ‘ধৈর্য ধরার ও ঐক্যবদ্ধ থাকার’ আহ্বান জানিয়েছেন।ইসরায়েলি দখলদারিত্বের মধ্যেও ফিলিস্তিনিদের ‘অবিচল’ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) পশ্চিম তীরে সীমিত স্বায়ত্তশাসন ভোগ করলেও সেখানকার সার্বিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে।যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিভাগের অধ্যাপক নাদের হাশেমি বিবিসিকে বলেছেন, হামাস নেতা হানিয়াকে হত্যার ঘটনা মধ্যপ্রাচ্যকে আগের যে কোনো সময়ের চেয়ে একটি সর্বাত্মক যুদ্ধের বেশি কাছে নিয়ে এসেছে।
তিনি বলেন, “এটি উত্তেজনার বড় ধরনের এক বৃদ্ধি। এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার চেষ্টা করেছে, ফলে এটি লেবাবনের ঘটনাগুলোকেও প্রভাবিত করবে বলে মনে করি আমি। ধারণা ছিল, ইরান ও হিজবুল্লাহ সংঘাত আর বাড়াতে চায় না।”কিন্তু হানিয়ার হত্যার ঘটনা ওইসব হিসাবনিকাশকে উল্টে দিয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, “এখন ইরান এই সংঘাত ছড়িয়ে দেওয়ার প্রত্যেকটি পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করবে।”