Friday, April 25, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘দুঃখিত’, নির্বাচনে হার মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক

‘দুঃখিত’, নির্বাচনে হার মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুলাই: যুক্তরাজ্যের নির্বাচনে ফল ঘোষণা শুরু হওয়ার পর পরাজয় স্বীকার করে নিলেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। করলেন দুঃখ প্রকাশ। বললেন, জনগণ ‘গুরুগম্ভীর রায়’ দিয়েছে, ‘ভোটে জয়ী হয়েছে লেবার।’পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৫০০টির বেশি আসনের ফল ঘোষণা হয়েছে। লেবার পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ৩২৬ আসন জিতে নিয়েছে।ভূমিধস বিজয়ের পথে এগুচ্ছে দলটি। লেবার ৪১০ টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। আর কনজারভেটিভরা পাবে ১৪৪ টি আসন।নির্বাচনে জয়ের জন্য ফোনে স্টারমারকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন সুনাক। আর নিজ দলের শোচনীয় পরাজয়ের জন্য তিনি বলেন, ‘আমি দুঃখিত’।

সুনাক বলেছেন, “আজ ব্রিটিশ জনগণ গুরুগম্ভীর রায় দিয়েছে… অনেক কিছু শেখার আছে… কনজারভেটিভ পার্টির বহু ভাল ও কঠোর পরিশ্রমী প্রার্থীর এই হারের দায় আমি নিচ্ছি…।” লেবার পার্টির হাতে ক্ষমতা হস্তান্তর নিয়মমাফিক এবং শান্তিপূর্ণভাবেই হবে বলে জানিয়েছেন তিনি।কনজারভেটিভ পার্টির ইতিহাসে এবারের মতো এত খারাপ ফল আর হয়নি। দলটি পেয়েছে মাত্র ১০৬ আসন।ভোটাররা দীর্ঘদিনের টোরি শাসনে নানা কেলেঙ্কারি এবং সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে দলটির প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেছে এই রায়ের মধ্য দিয়ে। তবে নির্বাচনে দলের ভরাডুবি হলেও সুনাক তার নিজ পার্লামেন্টারি আসন রিচমন্ড অ্যান্ড নর্থ অ্যালার্টনে জয় পেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য