Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদকেনিয়ার বিক্ষোভে কাঁদুনে গ্যাসের কবলে বারাক ওবামার সৎ বোন

কেনিয়ার বিক্ষোভে কাঁদুনে গ্যাসের কবলে বারাক ওবামার সৎ বোন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৬ জুন: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন, কেনিয়ার নাগরিক অধিকার আন্দোলনকারী আউমা ওবামা নাইরোবির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করাকালে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের শিকার হয়েছেন।নতুন একটি কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে।

এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। পার্লামেন্ট ভবনের একাংশে আগুন দেখা গেছে। ওই সময় কেনিয়ার আইনপ্রণেতারা ভেতরে বসে কর বাড়ানোর প্রস্তাব পাস করছিলেন।রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের সামনে পুলিশের কাঁদুনে গ্যাস চার্জের সময় সিএনএনের এক সংবাদিক আউমাকে হাঙ্গামা থেকে সরিয়ে একপাশে নিয়ে এসে জিজ্ঞেস করেন কেন তিনি এখানে।“আমি এখানে কারণ-দেখুন কী হচ্ছে। তরুণ কেনিয়ানরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ করছে। তারা পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করছে। আমি আর তাকাতেও পারছি না,” কাশতে কাশতে ও ছড়িয়ে পড়া কাঁদুনে গ্যাসের ধোঁয়া থেকে চোখকে আড়াল করার চেষ্টা করতে করতে বলেন আউমা।

“আমাদের কাঁদুনে গ্যাস দেওয়া হচ্ছে,” বলেন তিনি।আউমার পেছনে এক ব্যক্তির হাতে একটি ফেস্টুন, তাতে লেখা, “কেনিয়ায় ঔপনিবেশিকতার অবসান ঘটেনি।”আরেক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, “এটি আমাদের দেশ। এটি আমাদের জাতি।”এর আগে সামাজিক মাধ্যম এক্স এ প্রতিবাদে প্রতিবাদে অংশ নেওয়া নিজের ছবি পোস্ট করেন আউমা।সাবেক প্রেসিডেন্ট ওবামার দপ্তর জানিয়েছে, আউমা ওবামা যে ঘটনাটিতে জড়িত আছেন অথবা কেনিয়ার সহিংসতা নিয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করবে না।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য