Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজা যুদ্ধবিরতি পরিকল্পনার ওপর এবার জাতিসংঘে ভোটের অনুরোধ যুক্তরাষ্ট্রের

গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার ওপর এবার জাতিসংঘে ভোটের অনুরোধ যুক্তরাষ্ট্রের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ জুন: প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার খসড়া ওই পরিকল্পনার ওপর নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করেছে দেশটি।গতকাল রোববার মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানায় এএফপি।প্রতিনিধিদলের মুখপাত্র ন্যাট ইভান্স বলেন, ‘আজ যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার ওপর ভোট আয়োজনের উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছে।’তবে কবে নাগাদ ভোটের আয়োজন হতে পারে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দেননি।
গত ৩১ মে বাইডেন প্রশাসন নতুন একটি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে। বাইডেন নিজে এ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছেন। তিন স্তরের এ পরিকল্পনায় গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি, সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু, হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তি, এ উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসমুক্ত ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে।যুক্তরাষ্ট্র বলেছিল, ইসরায়েল এ পরিকল্পনা ‘মেনে নিয়েছে’। গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এখন মেনে নিলেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরের মতো এবারও জোর দিয়ে বলেছিলেন, গাজায় ‘নিজেদের লক্ষ্য (হামাসকে নির্মূল) অর্জিত না হওয়া পর্যন্ত’ যুদ্ধ চলবে।বাইডেন তাঁর যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ বিষয়ে কাতারের আমিরের সঙ্গে কথা বলেছেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য