Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদ১৬ দিনে ইউক্রেইন ছেড়েছে ২৫ লাখ মানুষ

১৬ দিনে ইউক্রেইন ছেড়েছে ২৫ লাখ মানুষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মার্চ।  রাশিয়ার আগ্রাসন শুরুর পর ১৬ দিনে ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেইন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা।শুক্রবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

রয়টার্স লিখেছে, অভিবাসন সংস্থাটি সর্বশেষ একদিন আগে গত বৃহস্পতিবার প্রতিবেদন দেওয়ার পর ইউক্রেইনের অতিরিক্ত আরও ২ লাখ মানুষ শরণার্থী হয়েছে।আলাদাভাবে জাতিসংঘের মানবিক বিষয়ের সমন্বয়কারী সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত  ইউক্রেইনের সাড়ে ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।এর আগে যুদ্ধ শুরুর অষ্টম দিনে জাতিসংঘ জানায়, ইউক্রেইন থেকে ১০ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।

২০১৫ সালের শরণার্থী সংকটের সময় দেশটির ১৩ লাখ মানুষ দেশান্তরী হয়েছিল। সেই তুলনায় যুদ্ধ শুরুর এক সপ্তাহে প্রায় কাছাকাছি সংখ্যক মানুষ শুধু ইউক্রেইন থেকেই শরণার্থী হয়েছে।এদিকে চলমান যুদ্ধের মধ্যে বেতন-ভাতাসহ পেনশন পরিশোধের মতো কাজে ইউক্রেইন সরকারের কার্যক্রম পরিচালনায়- ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান হিসেবে দিচ্ছে বিশ্ব ব্যাংক।শিশু ও বয়স্কসহ লাখ লাখ ইউক্রেনীয় শরণার্থীদের অতিরিক্ত সহায়তা দিতেও কাজ করছে বিশ্ব ব্যাংক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য