Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েল, সুইডেনে বিক্ষোভ

ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েল, সুইডেনে বিক্ষোভ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মে: সুইডেনের মালমো শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী। শহরটিতে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে এই বিক্ষোভ করেছে তারা।বিবিসি জানায়, মালমো শহরে বৃহস্পতিবার রাতে গানের এ প্রতিযোগিতার সেমি-ফাইনাল অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে অংশ নিচ্ছেন ইসরায়েলের প্রতিযোগী এডেন গোলান।বুধবার গোলান তার একটি গানের রিহার্সেল করার সময় অনেকেই তাকে দুয়ো দিয়েছে। আবার ইসরায়েলের সমর্থনে ছোটখাট একটি বিক্ষোভও হয়েছে।ফিলিস্তিপন্থি বিক্ষোভে যারা অংশ নিয়েছে তার মধ্যে আছেন জলবায়ূ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বিবিসি-কে বলেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে কথা বলা এবং কিছু করার একটি ‘নৈতিক দায়বদ্ধতা’ আছে।

“আমরা ইউরোভিশন প্রতিযোগিতার সময় হাজারে হাজারে মানুষ স্রোতের মতো মালমোর রাস্তায় নামলে এটাই বলা হবে যে আমরা এমনটি চলতে থাকা মেনে নেব না। আর তখন এটি খুবই শক্তিশালী একটি সংকেত হবে এবং এর কিছু প্রভাব পড়বে,” বলেন থুনবার্গ।আরেকজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি চান ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অযোগ্য ঘোষণা করা হোক। যেমনটি রাশিয়াকে করা হয়েছিল ইউক্রেইনে পুরোদস্তর রুশ আগ্রাসন শুরুর পর।তবে ইসরায়েলি প্রতিযোগী গোলান বলেছেন, এই সঙ্গীত প্রতিযোগিতায় তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। কোনওকিছুই তাকে এ প্রতিযোগিতা থেকে নিবৃত্ত করতে পারবে না।গোলান বলেন, “আমি গানের দিকেই মনোনিবেশ করেছি। অনেকেই আমাকে সমর্থন করছেন।” ইসরায়েলপন্থি বিক্ষোভকারীদের অনেককেই গোলানের গাওয়া গান গেয়ে তাকে সমর্থন করতে দেখা গেছে।এক বিক্ষোভকারী বলেন, তিনি ইউরোভিশন নিয়ে আগ্রহী নন। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণার ঝড় দেখে তিনি ইসরায়েলকে সমর্থন করতে চেয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য