Saturday, January 18, 2025
বাড়িবিশ্ব সংবাদসিডনিতে গির্জায় হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছিল: পুলিশ

সিডনিতে গির্জায় হামলা ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ছিল: পুলিশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৬ এপ্রিল: অস্ট্রেলিয়ার সিডনির ওয়াকলি শহরতলীতে ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’-এ প্রার্থনা চলাকালে ছুরি হাতে হামলার ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে। হামলায় গির্জার বিশপ এবং পুরোহিত দুজনই আহত হয়েছেন। এছাড়াও গির্জায় প্রার্থনা করতে আসা আরও অন্তত দুই ব্যক্তি ছুরিকাঘাতে আহত হন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এবং তাদের কারও আঘাত থেকে ‘প্রাণনাশের আশঙ্কা নেই’ বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী নিজেও আহত হয়েছে।

গির্জার ফেসবুক একাউন্ট থেকে আনলাইনে সোমবারের হামলার এই ঘটনা সরাসরি (লাইভ) দেখা গেছে।যার ফলে ওয়াকলি শহরতলীতে গণ অসন্তোষ দেখা দেয়।দ্রুত শতাধিক মানুষ গির্জার বাইরে জড়ো হয় এবং পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার সংঘাত হয়।সংঘাতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশের অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়েছে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস এ ঘটনাকে ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারক’ বলে বর্ণনা করেন। বলেন, “আমরা একটি শান্তিপ্রিয় জাতি….এখানে নৃশংস চরমপন্থার কোনো স্থান নেই।”সিডনিতে তিন দিনে এটি ছুরি হাতে দ্বিতীয় হামলার ঘটনা। গত শনিবার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে একটি শপিংমলে একই রকম হামলায় ৬ জন নিহত হন। পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য